ETV Bharat / politics

শেষ প্রচারে ব্যস্ত দেব, থানা-হাসপাতাল ঘুরেই কাটল হিরণের; দিলেন ডিগ্রি নিয়ে জবাব - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 8:22 PM IST

Updated : May 23, 2024, 10:13 PM IST

Last day campaign in Ghatal: শেষ দিনের প্রচারে ব্যস্ত ঘাটালের তৃণমূল প্রার্থী দেব ৷ তবে এ দিন থানা আর হাসপাতাল ঘুরেই কাটল হিরণ চট্টোপাধ্যায়েপর ৷ তাঁর ডক্টরেট ডিগ্রি নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারও জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী ৷

ETV BHARAT
প্রচারের শেষ দিন (নিজস্ব ছবি)

ঘাটাল, 23 মে: ষষ্ঠ দফার ভোটের শেষদিনের প্রচারে যখন প্রার্থীরা যুদ্ধকালীন তৎপরতায় প্রচার সারছেন, ঠিক তখন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থীর সারাদিন কাটল থানা আর হাসপাতালে ৷ বিজেপি কর্মীর গ্রেফতারিতে শেষ প্রচারে বাধা পেলেন হিরণ ৷ তবে তাঁর ডক্টরেট ডিগ্রি নিয়ে যে অভিযোগ উঠেছে তার জবাব দিয়ে এ দিন তিনি বলেছেন, "ডিগ্রির বিষয়ে জানতে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান ।" একইসঙ্গে এ দিন দেবকে 'সৌজন্যের ভগবান' বলে কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী ৷

মুখ খুললেন হিরণ (ইটিভি ভারত)

এ দিন হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো বলে কমিশনে অভিযোগ করেছে আম আদমি পার্টি ৷ তাদের দাবি, আরটিআইয়ের দ্বারা এই তথ্য মিলেছে ৷ তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে হিরণ বলেন, "যিনি এই আরটিআই করেছেন তিনি পড়াশোনা করেননি । তাঁর আরও পড়াশোনা করা উচিত ছিল । তিনি আরটিআই করে পুরো ভুল ব্যাখ্যা দিয়েছেন । আপনাদের যদি সমস্যা হয় আপনারা ওয়েবসাইট খুলে দেখুন ৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টে যান ৷"

এরই পাশাপাশি বিজেপি কর্মীর গ্রেফতারি প্রসঙ্গে প্রশ্ন করলে বিজেপি প্রার্থী দেবকে কটাক্ষ করে বলেন, "সৌজন্যের ভগবান দীপক অধিকারী বারবার সৌজন্যের কথা বলেন ৷ অথচ পুলিশ যেভাবে তাঁর নির্দেশে এই ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে তা তিনি কিছুতেই দেখতে পাচ্ছেন না ।"

আজ ছিল মেদিনীপুর জেলার ভোট প্রচারের শেষ দিন । হিরণের প্রচারে শুরুর দিকে ভিভিআইপি না এলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাই পুরোটা সামলে গিয়েছেন । শেষ পর্বে এসেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । একইসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ নানা বিজেপি নেতৃত্ব এসেছেন তাঁর প্রচারে ৷ তবে প্রচারের শেষ দিনটা থানা ও হাসপাতাল ঘুরে কেটে গেল হিরণের ৷

দু'দিন আগেই হিরণের আপ্ত সহায়ক-সহ বিজেপির খাস নেতাদের বাড়িতে হয় একের পর এক পুলিশি হানা ৷ গভীর রাত পর্যন্ত চলে তল্লাশি ।কার্যকর্তাদের গ্রেফতার এবং আটক করে পুলিশ । প্রচারের শেষ দিনেও কেশপুরে হিরণের কাছের মানুষ বিজেপির সম্পাদককে গ্রেফতার করে পুলিশ । যার ফলে সারাদিনব্যাপী প্রচারের পরিবর্তে থানা-পুলিশ নিয়েই ব্যস্ত থাকলেন অভিনেতা-প্রার্থী । একইসঙ্গে কেশপুরে এক প্রস্থ মারধরেরও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে ।

যদিও শেষ পর্বে প্রচারে খামতি রাখেননি তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী । তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত প্রচার চালান ঘাটাল, পাঁশকুড়া-সহ বিভিন্ন জায়গায় । সাংবাদিক বৈঠক করেন ৷ তবে এই দিন শুভেন্দু অধিকারী এনামুলের সঙ্গে দেবের টাকা লেনদেনের ডায়েরির অংশ পোস্ট করায় কিছুটা বিব্রত হতে হয় দেবকে । যদিও দেব তার পালটা জবাব দিয়েছেন । তবে দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এ দিনও সরব হয়েছেন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী ।

অপরদিকে, এনামুলের টাকা নিয়ে ছবিতে অভিনয় করার প্রসঙ্গে হিরণ বলেন, "পিন্টু মণ্ডল একজন অর্গানাইজার । যিনি শুধুমাত্র শো অর্গানাইজ করেন । আর সেই শোতে শুধু আমি না, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, জিৎ, প্রসেনজিৎ-সহ টলিউডের সব অভিনেতা অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন । কিন্তু সবাই তো আর গরু চোরের টাকায় সিনেমা বানাননি, এটা ভুল ব্যাখ্যা করেছে দেব ।"

আরও পড়ুন:

  1. শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য হিরণের ! কমিশনে নালিশ আপের
  2. দেবের বিরুদ্ধে গরুপাচারের টাকা নেওয়ার ‘তথ্য’ দিলেন শুভেন্দু, পালটা সরব ঘাটালের সাংসদও
  3. ঘাটালের কুর্সি দখলের লড়াইয়ে দেব-হিরণ, ফুটবে কোন ফুল ?
Last Updated : May 23, 2024, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.