ETV Bharat / sports

Erik Ten Hag : ট্রফি খরা কাটাতে ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্বে ‘অনভিজ্ঞ’ টেন হ্যাগ

author img

By

Published : Apr 21, 2022, 7:05 PM IST

Updated : Apr 22, 2022, 11:32 AM IST

বৃহস্পতিবার ইউনাইটেডের তরফে ঘোষণা করা হয়েছে টেন হ্যাগের নাম ৷ 2025 সাল থেকে দলের দায়িত্ব নেবেন বর্তমান আয়াক্স ম্যানেজার (Erik ten Hag will be the new Manager of Man Utd) ৷

Ten Hag
ওল্ড ট্র্যাফোর্ডের দায়িত্বে ‘অনভিজ্ঞ’ টেন হ্যাগ

ম্যাঞ্চেস্টার, 21 এপ্রিল : ফার্গুসনের বদলি খুঁজেই চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ আগামী মরসুমে রাল্ফ রাঙ্গনিকের চেয়ারে বসছেন এরিক টেন হ্যাগ ৷ প্রায় তিন দশক ক্লাবের দায়িত্বে ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন ৷ 2013 সালে তিনি অবসর নেওয়ার পর থেকে 9 বছরে 5 জন ম্যানেজার এল ওল্ড ট্র্যাফোর্ডে ৷ 2025 সাল পর্যন্ত হ্যাগের সঙ্গে চুক্তি হল ম্যান ইউ'র ৷ তবে পারফরম্যান্স ভাল হলে অ্যাজাক্স ম্যানেজারের মেয়াদ বাড়তে পারে 2026 পর্যন্ত (Erik ten Hag will be the new Manager of Man Utd) ৷

বৃহস্পতিবার ইউনাইটেডের তরফে ঘোষণা করা হয়েছে টেন হ্যাগের নাম ৷ 52 বছর বয়সি হ্যাগ 2017 সাল থেকে নেদারল্যান্ডস প্রিমিয়ার লিগের ক্লাব আয়াক্সের দায়িত্ব নিয়েছেন ৷ তাঁর কোচিংয়ে দু'বার এরিডিভিসি (নেদারল্যান্ডস ফুটবল লিগ) চ্যাম্পিয়ন হয়েছে আয়াক্স ৷ চলতি মরশুমে যেই সংখ্যাটা আরও বাড়তে পারে ৷ 2019 সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠেছিল আয়াক্স ৷

গতবছরের নভেম্বরে ওলে গানার সোলস্কজারকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মাইকেল ক্যারিক । তারপরেই দায়িত্ব দেওয়া হয় রাল্ফ রাঙ্গনিককে ৷ তিনি আসার পরেও ক্লাবের অবস্থা পরিবর্তন হয়নি ৷ শেষবার রেকর্ড গড়ে দল প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ফার্গুসনের সময়কালে ৷ 40 বছরের মধ্যে দীর্ঘতম ট্রফি খরা চলছে ওল্ড ট্র্যাফোর্ডে ৷ ম্যান ইউকে ট্রফি দিতে ব্যর্থ মোরিনহো, ভ্যান গালের মতো বড় নামরাও ৷ সেই গুরুদায়িত্বই এবার গেল জোহান ক্রুয়েফের দর্শনে চলা ‘ডাচম্যান’এর কাছে (New Manager of Manchester United) ৷

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে গ্রেফতার ম্যাঞ্চেস্টার ইউনাউটেডের তারকা ফুটবলার

পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যান ইউ ৷ প্রিমিয়র লিগে রোনাল্ডো, পোগবাদের দলের জায়গা হয়েছে 6 নম্বরে ৷ অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া কোচের নেদারল্যান্ডসের বাইরে কোচিং অভিজ্ঞতা ‘শূন্য’ ৷ একমাত্র গুয়ার্দিওলার বায়ার্নের দ্বিতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি ৷ ফলে ক্লাবের এই অসময়ে হ্যাগকে ওল্ড ট্র্যাফোর্ডের হটসিটে বসানোর সিদ্ধান্তকে কার্যত ‘জুয়া’ খেলাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা ৷

Last Updated : Apr 22, 2022, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.