ETV Bharat / bharat

TRS Signs Up With I-PAC : পিকে-র কংগ্রেস জল্পনার মাঝেই আই-প্যাকের হাত ধরলেন কেসিআর

author img

By

Published : Apr 24, 2022, 8:56 PM IST

TRS Signs Up With I-PAC
পিকে-র কংগ্রেস যোগের জল্পনার মাঝেই আই-প্যাকের হাত ধরলেন কেসিআর

রবিবার বিকেল গড়াতেই প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সঙ্গে পথ চলার খবর নিশ্চিত করা হল তেলাঙ্গানার শাসকদলের তরফেই (TRS signs up with election consultant I-PAC amid PK's Congress plans) ৷

হায়দরাবাদ, 24 এপ্রিল : লক্ষ্য 2023 বিধানসভা নির্বাচন ৷ টানা তৃতীয়বার তেলাঙ্গানার মসনদে বসতে আই-প্যাকের হাত ধরল তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি ৷ কংগ্রেস যোগের জল্পনার মাঝেই রবিবার টানা দ্বিতীয়দিন প্রশান্ত কিশোর সাক্ষাৎ করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও'য়ের সঙ্গে ৷ তাতেই গাঢ় হচ্ছিল জল্পনা ৷ আর বিকেল গড়াতেই প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাকের সঙ্গে পথ চলার খবর নিশ্চিত করা হল শাসকদলের তরফেই (TRS signs up with election consultant I-PAC amid PK's Congress plans) ৷

তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা কে টি রামা রাও নিশ্চিত করলেন যে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সঙ্গে সরকারিভাবে পথচলা শুরু হল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির ৷ এ প্রসঙ্গে কেটিআর সংশয় দূর করে জানান, প্রশান্ত কিশোরের সঙ্গে নয়, টিআরএস আই-প্যাকের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ৷

কী কারণে 2023 তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে আই-প্যাকের হাত ধরার প্রয়োজন অনুভব করলেন কেসিআর ? এ প্রসঙ্গে তাঁর বিশ্বস্ত সেনানী কে টি রামা রাও বলেন, "বিগত দু'দশক ধরে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে এগিয়ে নিয়ে চলেছেন কেসিআর ৷ কিন্তু আসন্ন নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছতে ডিজিটাল মাধ্যমের সুবিধা হাতছাড়া করতে চায় না দল ৷ সে কারণেই এই সিদ্ধান্ত ৷"

আরও পড়ুন : কিশোরের প্রেজেন্টেশন নিয়ে সোনিয়ার কাছে রিপোর্ট পেশ, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

কেটিআর আরও জানান, আই-প্যাক থেকে বেরিয়ে গিয়ে প্রশান্ত কিশোর ব্যক্তিগত স্তরে সমস্তকিছু করছে এখন ৷ তবে আমাদের হয়ে কাজ করবে তাঁর সংস্থাই ৷ শনিবার কেসিআরের সঙ্গে সাক্ষাতের জন্য হায়দরাবাদ পৌঁছন প্রশান্ত কিশোর ৷ এক দফা আলোচনার পর কেসিআরের বাসভবনেই রাত্রিবাস করেন তিনি ৷ এরপর রবিবার সকালে পুনরায় শুরু হয় দু'পক্ষের আলোচনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.