thumbnail

ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে পলতায় সভা মমতার, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 4:01 PM IST

Updated : May 13, 2024, 4:15 PM IST

Mamata Banerjee Live: বনগাঁর সভা শেষ করেই সোমবার সোজা পলতার শান্তিনগরে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এখানে ব‍্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখছেন তিনি ৷ রবিবার ব‍্যারাকপুরের ভাটপাড়াতে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেদিনই আবার দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব‍্যারাকপুরের আরেক প্রান্ত আমডাঙাতে সভা করেছেন তৃণমূল সুপ্রিমো । এর 24 ঘণ্টা পেরতে না পেরতে সোমবার আবারও ব‍্যারাকপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে আসা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে । বনগাঁর মতো পলতার সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন  মুখ্যমন্ত্রী  ব‍্যারাকপুর লোকসভা কেন্দ্র পুনরুদ্ধার করতে রাজ‍্যের শাসকদল একপ্রকার মরিয়া । কার্যত এই আসনটি 'প্রেস্টিজ ফাইট' হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে । আর তা স্পষ্ট, দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর দু'দিন এই কেন্দ্রে সভা করা থেকেই ।
Last Updated : May 13, 2024, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.