সৌমেন্দু অধিকারীর সমর্থনে কাঁথির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 22, 2024, 12:09 PM IST

Updated : May 22, 2024, 12:35 PM IST

thumbnail

Amit Shah Live from Kanthi: কাঁথিতে দলীয় প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷বুধবার কাঁথির ইটাবেড়িয়ার মাঠে হাইভোল্টেজ এই সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা ৷ ষষ্ঠ দফায় রাজ্যের এই কেন্দ্রে ভোট হতে চলেছে ৷ প্রচারের শেষ লগ্নে ঝড় তুলছে তৃণমূল ও বাম-কংগ্রেস জোট ৷ এই আবহে প্রচারে বাড়তি মাত্রা যোগ করছে অমিত শাহের সভা ৷ তৃণমূলের হাত ধরে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু ৷ তবে দাদার পথ অনুসরণ করে এবারের নির্বাচনে বিজেপির টিকিটে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন তিনি । তাঁর বিপক্ষে উত্তম বারিককে প্রার্থী করেছে তৃণমূল ৷ এই পরিস্থিতি দলের নেতা-কর্মীদের কী দাওয়াই দেন অমিত, সেদিকেই নজর সকলের ৷ এই সভার পর তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভার ডেবরার হরিমতি হাইস্কুল মাঠে জনসভা করবেন তিনি ৷ 

Last Updated : May 22, 2024, 12:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.