ETV Bharat / state

মমতার নির্দেশ, সোমে চোপড়া যাচ্ছে চন্দ্রিমা নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 2:19 PM IST

Chopra Incident: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার চোপড়া যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য-সহ তৃণমূলের প্রতিনিধি দল ৷ সন্তানহারা পরিবারগুলির সঙ্গে কথা বলবে তারা ৷ একইসঙ্গে তাদের পাশে থাকার বার্তায় দিতে চায় রাজ্যের শাসকদল ।

Trinamool Delegations Team
চন্দ্রিমা ভট্টাচার্য

কলকাতা, 18 ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে । এর মাঝেই চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকে সেখানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে । তারা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে ।

মূলত ওই এলাকায় পৌঁছে এই প্রতিনিধিদল শুধুমাত্র পরিবারের সঙ্গে কথা বলেই ক্ষান্ত থাকবে না ৷ একইসঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের বিরুদ্ধে বেআইনি নালা কাটার যে অভিযোগ উঠেছে, সেই নিয়েও তথ্য সংগ্রহ করবেন তৃণমূলের প্রতিনিধিরা। দলীয় সূত্রে খবর, সোমবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি জেলা নেতৃত্ব ও মহিলা নেতৃত্বকে সঙ্গে নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য চোপড়া যাবেন । দলের তরফে তিনি সন্তান হারানো পরিবারদের পাশে থাকার বার্তা দেবেন ৷ একইসঙ্গে তাদের লড়াইয়ে যে তৃণমূল শেষ পর্যন্ত পাশে আছে, সে কথাও তুলে ধরবে প্রতিনিধি দল ।

উল্লেখ্য, চোপড়ায় বিএসএফের একটি নালা কাটার কাজ চলাকালীন 4 শিশুর মৃত্যু হয় গত 11 ফেব্রুয়ারি । চোপড়ার এই ঘটনা নিয়ে শুরু থেকেই সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই চোপড়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । শিশুমৃত্যুর পিছনে বিএসএফকে দায়ী করে তাদের শাস্তিও চেয়েছেন তিনি। একা মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চোপড়ার ঘটনা নিয়ে সরব হয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের 12 সদস্যের প্রতিনিধি দল চোপড়ার ঘটনা নিয়ে রাজভবনে গিয়েছে। শিশু সুরক্ষা কমিশনকেও রাজ্য সরকার চোপড়ায় পাঠিয়েছে ৷ এবার তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধিদের সেখানে পাঠিয়ে মূলত সন্তানহারা পরিবারগুলির পাশে থাকার বার্তা দিতে চায় রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার
  2. ভার্চুয়াল বৈঠকে সন্দেশখালি এড়িয়ে চোপড়া নিয়ে সরব অভিষেক
  3. চোপড়া-সন্দেশখালি কাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, রাজ্যপাল আশ্বাস দিয়েছেন; দাবি তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.