ETV Bharat / state

সন্দেশখালির পালটা চোপড়া-শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তি দাবি মমতার

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2024, 7:13 PM IST

Updated : Feb 15, 2024, 7:44 PM IST

Mamata Banerjee on BSF
সন্দেশখালির পালটা চোপড়া

Mamata Banerjee on BSF: সন্দেশখালির শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফের শাস্তির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই ঘটনায় রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

কলকাতা 15 ফেব্রুয়ারি: সন্দেশখালি নিয়ে অস্বস্তির মধ্যে পালটা চোপড়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। চোপড়ায় বিএসএফের একটি নালা কাটার কাজ চলাকালীন 4 শিশুর মৃত্যু হয় রবিবার। এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল। একইসঙ্গে বিধানসভা বাজেট নিয়ে জবাবি ভাষণ পেশ করতে গিয়ে এই প্রসঙ্গে বিএসএফের শাস্তির দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে মমতা বলেন, "নিজেদের ব্যর্থতা ঢাকতে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কোথাও বিএসএফ দিয়ে, কোথাও সিআরপিএফ দিয়ে এই ধরনের কাজ হচ্ছে। আমি এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি। বিএসএফের কাজ কি? সীমান্ত পাহারা দেওয়া। শিশুদের জীবনের কি কোনও দাম নেই। সেই বিএসএফের আমি শাস্তি চাই, যাদের কারণে চারটি শিশু মারা গেল। আমি পুলিশ প্রশাসনকে বলছি কড়া ব্যবস্থা নিতে।

মুখ্যমন্ত্রীর দাবি, নানা কারণে সাম্প্রতিত অতীতে রাজ্যে 334টি কেন্দ্রীয় টিম এসেছে। কিন্তু চোপড়ায় কোন দল কেন যাচ্ছে না? শিশুদের জীবনের কি কোনও দাম নেই? বিএসএফের শাস্তি চাই। এর পাশাপাশি মমতার অভিযোগ, বিজেপির হয়ে ক্যাম্প করছে বিএসএফ। একইসঙ্গে বিএসএফের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও তোলেন মমতা। তাঁর অভিযোগ, এলাকায় এলাকায় গিয়ে গেরুয়া প্যাকেটে জিনিস বিতরণ করছে বিএসএফ। শুধু মৌখিক অভিযোগ নয়, রীতিমতো ছবি সহ প্রমাণ দাখিল করেন বিধানসভায়। তারপরেই মুখ্যমন্ত্রী বলেন, "বিএসএফ-এর কাজ সীমান্ত রক্ষা করা, বিজেপির হয়ে ক্যাম্প করা নয়।" এই প্রথম নয়, এর আগেও বিএসএফকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। শুধু মমতা নন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও বিএসএফকে একাধিকবার কড়া ভাষায় আক্রমণ করেছেন। এবার বিধানসভায় বিএসএফকে লক্ষ্য করে তোপ দাগলেন মমতা।

আরও পড়ুন

  1. বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে 500 গ্রাম সোনা উদ্ধার বিএসএফের
  2. বাজারমূল্য 12 কোটি টাকা, জার ভরতি সাপের বিষ-সহ গ্রেফতার 1
  3. যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা
Last Updated :Feb 15, 2024, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.