ETV Bharat / politics

ভার্চুয়াল বৈঠকে সন্দেশখালি এড়িয়ে চোপড়া নিয়ে সরব অভিষেক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 7:10 PM IST

Abhishek Banerjee: শুক্রবার তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে তিনি সন্দেশখালি প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন বলে খবর ৷ তবে তিনি চোপড়ায় শিশুমৃত্যু নিয়ে সরব হয়েছেন ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

কলকাতা, 16 ফেব্রুয়ারি: গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল তাঁর নিষ্ক্রিয়তা নিয়ে । সব জল্পনা সরিয়ে রেখে এবার লোকসভা নির্বাচনে দলের জন্য সাফল্য আনতে ঝাঁপালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করলেন তিনি । আর সেখানেই সন্দেশখালি এড়িয়ে চোপড়া নিয়ে অভিষেক সরব হয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর ।

সূত্রের খবর এ দিন অভিষেক বলেছেন, ‘‘সন্দেশখালি নিয়ে এত মাতামাতি । আর চোপড়ায় বিএসএফের কারণে চারটে ফুটফুটে বাচ্চা মারা গেল । তা নিয়ে চুপ সিপিএম, কংগ্রেস ও বিজেপি । কোনও ঘটনা ঘটলেই বিজেপি রাজভবনে যায় । কালক্ষেপ না করে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু তৃণমূল কংগ্রেস চোপড়া নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালকে তাদের উদ্বেগ জানানোর পরেও এখনও তিনি সেদিক মুখ হননি ।’’

দলের অন্দরে তিনি আরও জানান, অবৈধ ড্রেন করছিল বিএসএফ । এটা করতে গিয়ে চারটে শিশুর প্রাণ গেল । কেন চুপ বিরোধী রাজনৈতিক দলগুলি ? দেখেছেন চোপড়ায় বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রতিনিধিদল গিয়েছে ? তারা এই ঘটনার নিন্দা করে, একটা কথা বলেছে । রাজ্যপালের কাছে বিজেপি গেলে, 24 ঘণ্টার মধ্যে তিনি যান সন্দেশখালি । আর এখানে তিনি যান না ।

সূত্রের খবর, সন্দেশখালিতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তা নিয়ে একটি শব্দ খরচ না করলেও, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আহত হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক । স্বাধিকার রক্ষা কমিটির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘‘বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পা পিছলে পড়ে গেলেন । তার জন্য সংসদের স্বাধিকার রক্ষা কমিটি ডেকে পাঠাচ্ছেন আধিকারিকদের । আর আমাকে, মহুয়া, শান্তনু সেন, বীরবাহাকে যখন মারা হল, তখন স্বাধিকার রক্ষা কমিটি কোথায় ছিল ?’’

পাশাপাশি তিনি দলের নেতা-সাংসদ-বিধায়কদের পরামর্শ দেন যে অন্যদলকে কুরুচিকর আক্রমণ এড়িয়ে 100 দিনের কাজ নিয়ে দলের লড়াই, সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের কাজকেই প্রচারে অগ্রাধিকার দেওয়ার জন্য ৷

আরও পড়ুন:

  1. 'মৃতদেহের বিনিময়ে তৈরি ধর্মীয় স্থানকে স্বীকার করি না', রাম মন্দির প্রতিষ্ঠার আগে সরব অভিষেক
  2. 'কথা দিয়ে, কথা রাখি', বার্ধক্য ভাতার আর্থিক সহায়তা দিয়ে বললেন অভিষেক
  3. কথা রাখলেন অভিষেক, শাহি সভার আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের বাড়িতে পৌঁছল আর্থিক সাহায্য!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.