ETV Bharat / politics

অর্থনীতিতে যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করছে কেন্দ্র, অভিযোগ তৃণমূলের

author img

By PTI

Published : Feb 4, 2024, 4:09 PM IST

Updated : Feb 4, 2024, 7:47 PM IST

TMC Slams Central Govt: আরও একবার কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করল তৃণমূল। রাজ্যসভা নেতা ডেরেক ও' ব্রায়েনের দাবি, রাজ্যের বিরুদ্ধে আর্থিক যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাস শুরু করেছে কেন্দ্র।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 4 ফেব্রুয়ারি: কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার "আর্থিক যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাস" করছে বলে রবিবার দাবি করল তৃণমূল ৷ সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন কেন্দ্রীয় সরকারের একাধিক অভিযোগ খণ্ডন করেছেন ৷ পাশাপাশি বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপও দেগেছেন তিনি। রাজ্য কেন্দ্রীয় তহবিল আদায়ের জন্য যাবতীয় তথ্য ও শংসাপত্র দেয়নি বলে যে অভিযোগ উঠেছে তাও এদিন সরাসরি প্রত্যাখ্যান করেছেন ডেরেক ৷

একই সঙ্গে, এদিন ডেরেকের পালটা অভিযোগ, কেন্দ্র এই রাজ্যকে নির্দিষ্ট আক্রমণে লক্ষ্যবস্তু করছে কারণ এখানে বিজেপির বিরোধী ক্ষমতায় রয়েছে। তিনি বলেন, "এটি আর্থিক যুক্তরাষ্ট্রীয় সন্ত্রাস ৷ এটা পশ্চিমবঙ্গকে টার্গেট করার জন্য বিজেপির আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় ৷ কারণ তারা রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে ব্যর্থ হচ্ছে বারবার ৷"

ওই সাংবাদিক সম্মেলন থেকেই তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, 2011 সালে তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পরে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে কোনও অভাব বা ঘাটতি নেই ৷ তাঁর কথায়, " 2002-2003 থেকে 2010-2011 সাল পর্যন্ত সময়ে কী হয়েছে তার কোনও দায়িত্ব আমরা নিতে পারছি না ৷ কারণ সেই সময় রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল ৷”

সরকারি তহবিল ব্যবহারের বিষয়ে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) রিপোর্ট নিয়ে বিজেপির সঙ্গে বাগযুদ্ধের মধ্যেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, রাজ্যের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ৷ এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস শাসিত এই রাজ্যে আনুমানিক 2 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করে সিএজি রিপোর্টকে সামনে এনে সোচ্চার হয়েছে বিজেপি।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় পালটা কেন্দ্রের কাছ থেকে পশ্চিমবঙ্গের বকেয়া আদায়ের দাবিতে 48 ঘন্টার ধরনা অবস্থান করেছেন রেড রোডে ৷ পাশাপাশি তিনি ঘোষণা করেছেন, তাঁর সরকার 21 ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ 100 দিনের কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা তথা কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষের প্রশ্ন, "রাজ্য সরকার কেন কেন্দ্রের বকেয়া না দেওয়ার অভিযোগে আদালতে যাননি ?" সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকারকে অবশ্যই সিএজি-র রিপোর্ট নিয়ে নিজের মত জানাতে হবে ৷ এই বিষয়ে একটি শ্বেতপত্রও প্রকাশ করা উচিত সরকারের।"

(সংবাদ সূত্র-পিটিআই)

আরও পড়ুন

'মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে দেহ উদ্ধারে সময় লেগেছে', মালদাকাণ্ডে বিস্ফোরক সুকান্ত

মাথা মুড়িয়ে সাদা থান পরে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

'আমি অলআউট খেলব', রেড রোড থেকে ফের জোটকে বার্তা মমতার

Last Updated : Feb 4, 2024, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.