ETV Bharat / state

মাথা মুড়িয়ে সাদা থান পরে আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 11:13 AM IST

Updated : Feb 4, 2024, 5:45 PM IST

Job aspirants on hunger strike: মাথা মুড়িয়ে সাদা থান পরে আমরণ অনশন শুরু করেছেন ডামন্ডহারবারে প্রাথমিকে 2009 সালের চাকরিপ্রার্থীরা ৷ নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

ডায়মন্ডহারবার, 4 ফেব্রুয়ারি: আবারও মাথা মুড়িয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের ৷ শুধু তাই নয়, এ বার মাথা ন্যাড়া করে সাদা থান পরে তাঁরা আমরণ অনশনে বসলেন ৷ চাকরির দাবিতে এ ভাবেই আন্দোলনকে আরও তীব্র করলেন প্রাথমিকে 2009 সালের চাকরিপ্রার্থীরা ।

2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা । দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে নিয়োগের দাবি নিয়ে সাদা থান পরে অবস্থান বিক্ষোভে বসেন 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ।

তাঁদের অভিযোগ, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের প্যানেলের মধ্যে 1506 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত 328 জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি । তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিপ্রার্থীরা ।

তিনি আরও বলেন যে, "এখনও পর্যন্ত 1042 জন চাকরিপ্রার্থী নিয়োগ পাবে । কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ হচ্ছে না । চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন । কিন্তু এখনও চেয়ারম্যান শিক্ষামন্ত্রী উপর ভরসা রেখেছেন । আমাদের জীবন থেকে 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ পত্র আমাদের হাতে এসে পৌঁছয়নি । এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই ।"

পাশাপাশি বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানান যে, পূর্ণাঙ্গ প্যানেল ও নিজেদের হকের চাকরির দাবিতে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন । যতদিন না পর্যন্ত তাঁদের চাকরির নিয়োগপত্র হাতে এসে পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে । যদি পুলিশ প্রশাসন তাঁদের এই আন্দোলনে বাধা দেয়, তাহলে শিকলের মাধ্যমে গাছের সঙ্গে নিজেদের বেঁধে রাখবেন বলে হুমকি দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  2. রাজ্যপালের ভুমিকা ও মন্ত্রী-বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে মাথা ন্যাড়া 30 তৃণমূল কর্মীর
  3. ‘বোবা-কালা সরকারের’ বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ বিমানের

আমরণ অনশনে চাকরিপ্রার্থীরা

ডায়মন্ডহারবার, 4 ফেব্রুয়ারি: আবারও মাথা মুড়িয়ে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের ৷ শুধু তাই নয়, এ বার মাথা ন্যাড়া করে সাদা থান পরে তাঁরা আমরণ অনশনে বসলেন ৷ চাকরির দাবিতে এ ভাবেই আন্দোলনকে আরও তীব্র করলেন প্রাথমিকে 2009 সালের চাকরিপ্রার্থীরা ।

2009 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলের নিয়োগের দাবিতে ডায়মন্ডহারবারে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরিপ্রার্থীরা । দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি অফিসের সামনে নিয়োগের দাবি নিয়ে সাদা থান পরে অবস্থান বিক্ষোভে বসেন 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ।

তাঁদের অভিযোগ, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের 1834 জনের প্যানেলের মধ্যে 1506 জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত 328 জন চাকরিপ্রার্থী নিয়োগ পাননি । তাই নিজেদের চাকরির দাবিতে ডিপিএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিপ্রার্থীরা ।

তিনি আরও বলেন যে, "এখনও পর্যন্ত 1042 জন চাকরিপ্রার্থী নিয়োগ পাবে । কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়োগ হচ্ছে না । চেয়ারম্যান অবিলম্বে বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু করুন । কিন্তু এখনও চেয়ারম্যান শিক্ষামন্ত্রী উপর ভরসা রেখেছেন । আমাদের জীবন থেকে 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ পত্র আমাদের হাতে এসে পৌঁছয়নি । এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই ।"

পাশাপাশি বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা জানান যে, পূর্ণাঙ্গ প্যানেল ও নিজেদের হকের চাকরির দাবিতে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন । যতদিন না পর্যন্ত তাঁদের চাকরির নিয়োগপত্র হাতে এসে পৌঁছচ্ছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে । যদি পুলিশ প্রশাসন তাঁদের এই আন্দোলনে বাধা দেয়, তাহলে শিকলের মাধ্যমে গাছের সঙ্গে নিজেদের বেঁধে রাখবেন বলে হুমকি দিয়েছেন তাঁরা ৷

আরও পড়ুন:

  1. মাথায় ঘট নিয়ে এসএসসি ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, আটক 30 জন চাকরিপ্রার্থী
  2. রাজ্যপালের ভুমিকা ও মন্ত্রী-বিধায়কের গ্রেফতারের প্রতিবাদে মাথা ন্যাড়া 30 তৃণমূল কর্মীর
  3. ‘বোবা-কালা সরকারের’ বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ বিমানের
Last Updated : Feb 4, 2024, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.