ETV Bharat / bharat

জল-বিদ্যুৎ-ঘর নেই! ভোট দেবে রাষ্ট্রপতির দত্তক নেওয়া কোরবা আদিবাসীরা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 1:15 PM IST

Lok Sabha Election 2024: ছত্তিশগড়ের পাহাড়ি কোরবা আদিবাসী অধ্যুষিত গ্রামে ভোট 7 মে ৷ এই গ্রামগুলি দত্তক নিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিকে আদিবাসীরা জীবনের প্রাথমিক প্রয়োজনগুলি থেকে বঞ্চিত ৷ তাও ভোটাধিকার প্রয়োগ করবেন তাঁরা ৷

Lok Sabha Poll 2024
আদিবাসী গ্রাম আজও অবহেলিত (Getty Images)

কোরবা (ছত্তিশগড়), 5 মে: গ্রামে জল নেই, বিদ্যুৎ নেই ৷ তা সত্ত্বেও ভারতের রাষ্ট্রপতির দত্তক নেওয়া এই গ্রামের আদিবাসীরা লোকসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ৷ ছত্তিশগড়ের পাহাড়ি কোরবা আদিবাসী অধ্যুষিত ছত্তিশগড়ের গ্রামগুলি দত্তক নিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তিনি দেশের রাষ্ট্রপতি হন 2022 সালে ৷ তবে তারপরও গ্রামবাসীদের জীবনে কোনও পরিবর্তন হয়নি ৷ 7 মে এই এলাকায় ভোট ৷

পাহাড়ি কোরবা পার্টিকুলার ভালনারেবল ট্রাইবাল গ্রুপ বা পিভিটিজি-র অন্তর্ভুক্ত ৷ আদিবাসীদের মধ্যে বিশেষ এই আদিবাসীদের সংখ্যা ক্রমশ কমছে ৷ রাষ্ট্রপতি এই পাহাড়ি কোরবাদের প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন ৷ এদিকে তারা জীবনের ন্যূনতম প্রয়োজন জল, বিদ্যুৎ, বাড়ির থেকে বঞ্চিত ৷

দুভিতানগর গ্রামের এক কোরবা আদিবাসী নেহরু কোরবা বলেন, "আমি 7 মে ভোট দেব ৷ আমার যাকে দেখে ভোট দিতে ইচ্ছে, তাকেই দেব ৷ জল, বিদ্যুতের সমস্যা আছে ৷ এমনকী ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়িও পাইনি ৷ গ্রামে জল আছে ৷ জলের কল থাকলেও তাতে যে জল পড়ে তা খুবই কম ৷ দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যাগুলি নিয়ে কাটিয়ে যাচ্ছি ৷" রাতে বন্যপশুদের উপদ্রবের আশঙ্কা থাকে ৷ কারণ বিদ্যুৎ নেই ৷ কোরবা বলেন, "আমরা রাত 10 কি 11টা পর্যন্ত বিদ্যুৎ পাই ৷ তারপর লাইন কেটে দেওয়া হয় ৷ এরপর আর কোনও বিদ্যুৎ সংযোগ থাকে না ৷"

সরকার তাদের কোনও সাহায্য করেনি বলে আক্ষেপ করলেন নেহরু ৷ তিনি বলেন, "আমরা সরকারের কোনও সুযোগ-সুবিধে পাই না ৷ শুধু 35 কেজি করে চাল, ব্যস, আর কিছু নয় ৷" প্রতি বার ভোটের সময় নেতারা আসেন, তাঁদের কাছে ভোট চাইতে ৷ প্রতিশ্রুতি দিয়ে যান ৷ তারপর যেই কে সেই ৷ কোরবার আক্ষেপ, "জঙ্গলে বাস করে বেঁচে থাকি ৷ মহুয়া, চার ফুল, কেন্দু পাতা জোগাড় করি ৷ সেগুলো বিক্রি করে আমাদের দিন চলে ৷ আমরা রাস্তায় ড্রেনের লাইন তৈরির মতো শ্রমসাধ্য কাজ করি ৷ এখন আমি একটা কারখানায় কাজ করতে শুরু করেছি ৷"

তবে কোরবাদের জন্য কোনও সংরক্ষণ নেই ৷ নেতারা এসে কথা দিয়ে গেলেও কিছু হয়নি ৷ আরেক আদিবাসী রাম শঙ্কর বলেন, "রাষ্ট্রপতি আমাদের দত্তক নিয়েছেন ৷ তাও কোনও সুবিধে পাই না ৷ বাড়িতে জল নেই, বিদ্যুৎ নেই ৷ জঙ্গল থেকে মহুয়া, কেন্দু পাতা, ঔষধী গাছপালা তুলে সেগুলি বিক্রি করে বেঁচে আছি ৷ জঙ্গল দিয়েই আমাদের পরিবার চলে ৷ এখানে শ্রমিকের কোনও কাজ নেই ৷ জঙ্গলে কাজ কোথায় পাব ? তাই শহরে যেতে হয় ৷"

এসব থাকলেও দুভিতানগর গ্রামের বাসিন্দা কোরবা আদিবাসী মহিলা সুকুওয়ারি ভোট দেবেন ৷ তিনি বলেন, "7 মে আমি ভোট দিতে যাব ৷ তবে কেন, কীসের ভিত্তিতে ভোট দেব, তা জানি না ৷ আমরা ঘর পাইনি ৷ সোলার প্যানেল আছে, সেটা কাজ করে না ৷ কিছুক্ষণের জন্য কাজ করে ৷ সারাদিন নয় ৷ আমি ভোট নিয়ে তেমন কিছু জানি না ৷ তাই কাকে ভোট দেব ঠিক করিনি ৷ তবে যে সরকারই ক্ষমতায় আসুক, তার থেকে আমরা জল, বিদ্যুৎ এবং ঘরবাড়ি চাইব ৷" ভোটের পর ভোট আসে, যায় ৷ এমন লক্ষ লক্ষ আদিবাসীরা বঞ্চিত থেকে যায় ৷

আরও পড়ুন:

  1. 'ক্ষমতায় থেকে আদিবাসী যুবক-শিশুদের অবহেলা করেছে', মধ্যপ্রদেশে কংগ্রেসকে বিঁধলেন মোদি
  2. বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে জন্মভিটে উলিহাটু গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.