ETV Bharat / sports

শাহবাজের দাপটে রাজস্থান ‘বধ’, বঙ্গতনয়ের ঘূর্ণিতে ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 11:20 PM IST

Updated : May 24, 2024, 11:47 PM IST

SRH in IPL 2024 Final: ফাইনালে কলকাতা বনাম হায়দরাবাদ ৷ শাহবাজ আহমেদ, অভিষেক শর্মার দাপটে 36 রানে রাজস্থানকে হারিয়ে দিল সানরাইজার্স ৷

IPL 2024 Final
বঙ্গতনয়ের ঘূর্ণিতে ফাইনালে হায়দরাবাদ (ইটিভি ভারত)

চেন্নাই, 24 মে: চিপকের তারকা শাহবাজ আহমেদ ৷ বঙ্গতনয়ের ঘূর্ণিতে ফাইনালে কলকাতার সামনে হায়দরাবাদ ৷ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখ থুবড়ে পড়েছিল হায়দরাবাদ ব্যাটাররা ৷ যাবতীয় ভুলত্রুটি ঢেকে দিলেন দলের বোলিং লাইন-আপ ৷ বাংলার বাঁ-হাতি স্পিনারের ঘূর্ণিতে আপাত সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও খাবি খেল রাজস্থানের ব্যাটাররা ৷

176 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল যশস্বী জয়সওয়াল ও টম কোহলার-ক্যাডমোর জুটিকে ৷ 16 বলে 10 রান করে ফেরেন টম ৷ প্রাথমিক ধাক্কা সামলে অবশ্য 21 বলে 42 রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয়ের রাস্তা প্রসারিত করছিলেন জয়সওয়াল ৷ যদিও সতীর্থদের সহায়তা না-পাওয়ায় মাঠে মারা গেল জশস্বীর যাবতীয় প্রচেষ্ঠা ৷

আরও পড়ুন

নির্ধারিত 20 ওভারে 175 রান করেছিল হায়দরাবাদের তারকা-সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপ ৷ যদিও ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা ৷ ভয়ংকর হতে বসা যশস্বীকে ফেরত পাঠালেন শাহবাজ ৷ তুলেছেন রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিনের উইকেটও ৷ বল হাতে নিজের প্রায়শ্চিত্ত করলেন অভিষেক শর্মাও ৷ ব্যাট হাতে 12 রান করা অভিষেকের এদিনের শিকার 2 উইকেট ৷ তুলে নিলেন সঞ্জু স্যামসন, সিমরন হেটমায়ারকে ৷ বাকি কাজটা করে দিলেন অধিনায়ক প্যাট কামিন্স ও টি নটরাজন ৷ দু’জনেরই ঝুলিতে এসেছে একটি করে উইকেট ৷

আগামী রবিবার আইপিএল 2024-এর মেগা ফাইনাল। এবারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট কেকেআর। আজ দ্বিতীয় ফাইনালিস্টও পেয়ে গেল কোটিপতি লিগ ৷ 2012, 2014 সালে আইপিএলজয়ী কেকেআরের সামনে তৃতীয়বার সেরা হওয়ার সুযোগ ৷ 2009 সালে ডেকান চার্জার্সের হাত ধরে ট্রফি গিয়েছিল হায়দরাবাদে ৷ ফের নিজামের শহরে ট্রফি নিয়ে যেতে মুখিয়ে থাকবে সানরাইজার্সও ৷

আরও পড়ুন

Last Updated : May 24, 2024, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.