ETV Bharat / bharat

PM Modi at Khunti: বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে জন্মভিটে উলিহাটু গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 1:50 PM IST

আজ বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী ৷ তাঁর গ্রামে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই প্রথম কোনও প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী সাঁওতাল নেতার গ্রামে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

খুন্তি, 15 নভেম্বর: আজ বিপ্লবী সাঁওতাল নেতা বিরসা মুণ্ডার জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ঝাড়খণ্ডে বিদ্রোহী নেতার জন্মভিটে উলিহাটু গ্রামে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন প্রধানমন্ত্রী ৷ এই প্রথম কোনও প্রধানমন্ত্রী বিরসা মুণ্ডার গ্রামে গেলেন ৷ সাঁওতালদের চিরাচরিত ধামসামাদোল বাজিয়ে তাঁকে স্বাগত জানান গ্রামবাসীরা ৷ সেখানে একটি প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি ৷ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শুভেচ্ছা বার্তাও পোস্ট করেছেন ৷

  • रांची में भगवान बिरसा मुंडा संग्रहालय जाकर उन्हें पुष्पांजलि अर्पित की। pic.twitter.com/ca94AgOwQK

    — Narendra Modi (@narendramodi) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী সেই ছবিগুলি পোস্ট করে লিখেছেন, "রাঁচিতে ভগবান বিরসা মুণ্ডার সংগ্রহালয়ে গিয়ে তাঁকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানালাম ৷" বুধবার সকালে তিনি রাঁচিতে বিরসা মুণ্ডা মেমোরিয়াল পার্কটিও ঘুরে দেখেন ৷ তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডা, ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন ৷

বিরসা মুণ্ডাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2021 সালের 10 নভেম্বর আজকের দিনটিকে 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে পালনের কথা ঘোষণা করে ৷ তারপর থেকে প্রতি বছরই এই দিনটিকে বিশেষ ভাবে পালন করা হচ্ছে ৷

প্রধানমন্ত্রী আজ ঝাড়খণ্ডে 24 হাজার কোটি টাকার পিএম পিভিটিজি প্রকল্পের উদ্বোধন করেন ৷ এর মাধ্যমে দেশের প্রায় 28 লক্ষ আদিবাসী গোষ্ঠীর জন্য উন্নয়নমূলক কাজকর্ম করা হবে ৷ এছাড়া আজ পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 8 কোটিরও বেশি চাষিদের জন্য 15তম কিস্তিতে 18 হাজার কোটি টাকায় ছাড়পত্র দেন প্রধানমন্ত্রী ৷ এই প্রকল্পে কৃষকদের কাছে প্রতি বছর সরাসরি 6 হাজার টাকা পৌঁছে যায় ৷ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে ভারত-বাংলাদেশ যুদ্ধে ব্যবহৃত একটি যুদ্ধবিমানেরও উদ্বোধন করেন ৷ মিগ-211 যুদ্ধবিমানটি 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল ৷ এখন ঝাড়খণ্ডের রাজভবনে রয়েছে ৷

আরও পড়ুন:

1. আদিবাসী সমাজে অভিনব উপায়ে শিক্ষাদান, আন্তর্জাতিক পুরস্কারের দৌড়ে 'রাস্তার মাস্টার'

2. কাঁকসার জঙ্গলমহলের লক্ষ্মীদের দুর্দশার বারোমাস্যা, অর্ধাহারে কাটছে দিন

3. দেশাত্মবোধক গান গেয়ে ভাইরাল বারাবনির আদিবাসী কিশোর, প্রতিভা-পালনে সাহায্য চাইল স্কুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.