ETV Bharat / state

ময়নায় তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ, অভিযুক্ত বিজেপি - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 8:54 AM IST

TMC Worker Injured: ভোটের আগেই উত্তপ্ত তমলুক ৷ মহিষাদলে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগের পর ময়নাতেও আহত তৃণমূল কর্মী ৷

TMC Supporter Injured
তৃণমূল কর্মীর মাথায় ধারাল অস্ত্রের কোপ (নিজস্ব চিত্র)

ময়না, 25 মে: ষষ্ঠ দফায় সকালে ভোট শুরু হতেই একের পর এক অশান্তি এবং রক্তপাতের ঘটনা সামনে আসছে ৷ শুক্রবার রাতে মহিষাদলে এক তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছিল বিজেপি'র বিরুদ্ধে ৷ পাশাপাশি ময়নাতেও এক তৃণমূল কর্মীকে কোপানোর অভিযোগ উঠেছে ৷ জখম তৃণমূল কর্মী ভর্তি হাসপাতালে ৷ শনিবার বিকেলে তমলুক লোকসভা কেন্দ্রের মহিষাদলে তৃণমূল নেতাকে ধারালো অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে।

সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ওই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ময়নায় আরও এক তৃণমূল কর্মীর মাথায় ধারালো অস্ত্রের কোপ করার অভিযোগ উঠেছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। দু’ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে। তবে বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। পালটা বিজেপির তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ সামনে এনেছে।

জানা গিয়েছে, ভোটের আগের রাতে তৃণমূল-বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় ময়নার বাকচা ইসমালিচক এলাকায়। তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে 40 থেকে 50 জন দুষ্কৃতী ময়নার বাকচা এলাকায় তাণ্ডব চালায়। সেখানেই লোহার রডের আঘাতে আহত হয়েছেন অনন্ত বিজলী নামে এক তৃণমূল কর্মী। তাঁকে প্রথমে ময়না প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরে তমলুক জেলা হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে মহিষাদলে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.