ETV Bharat / state

Sexual Abuse of Minor Boy: নাবালককে যৌন নিগ্রহ আইসি-সহ 2 পুলিশকর্মীর, অভিযোগ দায়ের মেদিনীপুর আদালতে

author img

By

Published : Jan 25, 2023, 9:20 PM IST

আগেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল ৷ এবার নাবালককে যৌন নিগ্রহে অভিযুক্ত হলেন মেদিনীপুরের কোতোয়ালি থানার আইসি (Kotwali Police Station in Medinipur) ৷

Etv Bharat
অভিযুক্ত আইসি

ঘটনা নিয়ে নাবালকের বাবা ও আইনজীবীর বক্তব্য

মেদিনীপুর, 25 জানুয়ারি: নাবালককে যৌন হেনস্থার অভিযোগ, তাও আবার খোদ আইসির বিরুদ্ধে ৷ সঙ্গে অভিযুক্ত দুই পুলিশকর্মীও ৷ আতঙ্কে নিরুদ্দেশ নাবালক ৷ এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকায় (Paschim Medinipur News)৷ ছেলেকে ফিরে পেতে কোতোয়ালি থানার আইসির বিরুদ্ধে মেদিনীপুর আদালতের দ্বারস্থ হল পরিবার ৷ তবে শুধু নিরুদ্দেশ ছেলেকে ফিরিয়ে আনা নয় সঙ্গে ওই আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা । পকসো মামলা-সহ এক ও একাধিক আইপিসি ধারায় অভিযোগ জানানো হয়েছে মেদিনীপুর আদালতে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর জেলায় ।

ঘটনাক্রমে জানা গিয়েছে, নাবালক ও তার বাবার দোকান রয়েছে মেদিনীপুর শহরে জজকোর্ট সংলগ্ন মুসলিম কুঠি এলাকায় । সেই দোকানে পার্কিং নিয়ে সমস্যা হচ্ছিল । সেই যানজট সমস্যার নাম করে মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি পার্থসারথি পাল দুই পুলিশকর্মী নিয়ে ওই দোকানে যায় । সেখানে তার বাবাকে পুলিশ কর্মীরা চড় মারলে ছেলেটি কারণ জিজ্ঞাসা করে ৷ আর তাতেই ক্ষিপ্ত হন তাঁরা ৷ অভিযোগ, এরপর পুলিশ একাধিকবার থানায় ডেকে পাঠিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখে ওই নাবালককে ৷ এমনকি তার যৌন হেনস্থা করার পাশপাশি মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয় ৷ তারপর থেকেই ভয়ে নিরুদ্দেশ হয়ে যায় নাবালক ৷ শত খুঁজেও না পেয়ে অবশেষে মেদিনীপুর জেলা আদালতের দ্বারস্থ হয় পরিবার ৷ গত 17 জানুয়ারি অভিযুক্ত কোতোয়ালি থানার আইসি ও দুই পুলিশ কর্মীর নামে পকসো আইন-সহ 166 A, 166 B, 506, 509, 555 ও 384-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয় । এই ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি জেলা পুলিশ সুপার ৷ তিনি কোর্টের বিষয় বলে তা এড়িয়ে গিয়েছেন ।

আরও পড়ুন : ত্বকের সংস্পর্শ না হলেও যৌন নিগ্রহ নাবালিকার, বম্বে হাইকোর্টের রায় খারিজ সুপ্রিম কোর্টের

অভিযোগকারীর আইনজীবী অপূর্ব চক্রবর্তী বলেন, যানজটের সমস্যা সমাধানের নামে ওই নাবালকের বাবাকে চড় থাপ্পড় মারে পুলিশ আধিকারিক । এরই সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে নাবালককে যৌন হেনস্থা করেছে । এরপর থেকে ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় তার বাবা অভিযোগ দায়ের করে কোর্টে । আমরা কোর্টের কাছে আবেদন করেছি সঙ্গে অভিযোগও জানিয়েছি সেই ছেলেকে ফিরিয়ে আনার এবং এই আধিকারিকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার । তেমন হলে আমরা উচ্চ আদালতেও যাব ৷

এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় । বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস বলেন, "গত চার বছর ধরে কোতোয়ালি থানার এই বিকৃত মানসিকতার আইসির বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি । আদালতের কাছে আবেদন করব এই ধরনের কুরুচিকর মানসিকতা সম্পন্ন আইসির চরম শাস্তি হোক । পুলিশের নামে কলঙ্ক, মানুষকে হেনস্থা করা এই আইসির স্বভাবে পরিণত হয়েছে ।" এই বিষয়ে তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, "যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই এনিয়ে মন্তব্য করাটা ঠিক নয় । তাছাড়া বিষয়টি আমি ঠিক জানিও না ।"

আরও পড়ুন : নাবালককে ধর্ষণ, 20 বছরের সাজা ঘোষণা কার্শিয়াং পকসো আদালতের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.