ETV Bharat / sports

চিপকে টস জিতলেন স্যামসন, কোয়ালিফায়ারে প্রথমে বল করছে রাজস্থান - IPL 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 7:24 PM IST

Updated : May 24, 2024, 7:43 PM IST

SRH vs RR in IPL 2024: আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে জমাটি লড়াইয়ে মুখোমুখি হায়দরাবাদ-রাজস্থান ৷ টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৷

SRH vs RR in IPL 2024
হায়দরাবাদ বনাম রাজস্থান (ইটিভি ভারত)

চেন্নাই, 24 মে: চিপকে আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস ৷ ফাইনালে ওঠার ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন ৷ ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ এই ম্যাচে যে জিতবে সে কেকেআরের বিরুদ্ধে চিপকে ফাইনাল খেলবে ৷

আরও পড়ুন:

  1. স্টার্কের দাপটে ‘অস্তমিত’ হায়দরাবাদ, তিন বছর পর ফাইনালে নাইটরা

রাজস্থানের শক্তি/দুর্বলতা: শস্বী জয়সওয়াল (348 রান), অধিনায়ক স্যামসন (504 রান) এবং রিয়ান পরাগ (531 রান) । সিমরন হেটমায়ার, রভমন পাওয়েল সবসময়ই ভয়ংকর হয়ে উঠতে পারেন ৷ যদিও রাজস্থানের ব্যাটিং ক্ষতকে ঢেকে দিতে সক্ষম তাদের বোলিং লাইন-আপ ৷ নিজের দিনে ট্রেন্ট বোল্ট যেকোনও ব্যাটারের দুঃস্বপ্ন ৷

হায়দরাবাদের শক্তি/দুর্বলতা: সানরাইজার্সের সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি ৷ হেড-অভিষেক জুটির ব্যাট চললে নিজামের শহরের জয়রথ চলবে ৷ রয়েছেন এইডেন মার্করাম, অনরিখ ক্লাসেনরাও ৷ অন্যদিকে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমারদের বোলিং লাইন-আপও জমাটি ৷ একমাত্র ‘বিশ্বমানের’ স্পিনারের অভাবে ভুগছে হায়দরাবাদ ৷

রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রভমান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল

  • ইমপ্যাক্ট প্লেয়ার: সিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, শুভম দুবে, ডোনোভান ফেরেরা, কুলদীপ সেন

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), আব্দুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন

  • ইমপ্যাক্ট প্লেয়ার: শাহবাজ আহমেদ, মায়াঙ্ক মারকান্ডে, গ্লেন ফিলিপস, সানভির সিং, উমরান মালিক

আরও পড়ুন:

  1. গোপনীয়তা নেই, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি; স্টার স্পোর্টসকে তুলোধনা রোহিতের
Last Updated : May 24, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.