ঘূর্ণিঝড়ের সতর্কতার মাঝে ভোট, উৎসবের মেজাজেই তৎপরতা পূর্ব মেদিনীপুরে - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 5:15 PM IST

thumbnail
ভোটের আগের দিন পূর্ব মেদিনীপুর জেলার ডিসিআরসিগুলিতে ব্যস্ততা (নিজস্ব ভিডিয়ো)

Purba Medinipur District News: ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সতর্কতার মাঝেই শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ তাই তার আগের দিন চূড়ান্ত ব্যস্ততা দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলায় ৷ এই জেলাতেই ঘূর্ণিঝড়ের জন্য বেশি সতর্কতা জারি করা হয়েছে ৷ এখানকার দুই কেন্দ্রে কাঁথি ও তমলুকে শনিবার ভোটগ্রহণ রয়েছে ৷ তার আগে শুক্রবার কাঁথি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারে দেখা গেল চেনা ব্যস্ততার ছবি ৷ একদিকে কাঁথির প্রভাত কুমার কলেজ থেকে বিলি করা হচ্ছে খেজুরি, উত্তর ও দক্ষিণ কাঁথি-সহ রামনগর বিধানসভার জন্য ইভিএম । অপরদিকে পটাশপুর, ভগবানপুর ও চণ্ডীপুর বিধানসভা এলাকার ইভিএম বিলি হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয় থেকে ।

অপরদিকে, তমলুক লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা রয়েছে ‌। হলদিয়া গভর্নমেন্ট হাইস্কুল থেকে হলদিয়া, মহিষাদল ও নন্দীগ্রাম বিধানসভার ইভিএম বিলি হচ্ছে । তমলুক লোকসভার কোলাঘাট কেটিপিপি হাইস্কুল থেকে তমলুক, পাঁশকুড়া ও নন্দকুমারের ইভিএম বিলি হয় । বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে শনিবার দুপুর থেকে আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে । ফলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভোট করার জন্য প্রস্তুত হচ্ছে প্রশাসন ও নির্বাচন কমিশন । তবে ভোটকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে এ দিন ৷ গণতন্ত্রের উৎসবকে ঘিরে সকলেই উৎসাহিত ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.