ETV Bharat / bharat

রেভান্নার পাসপোর্ট বাতিলের অনুরোধ 21 মে জমা পড়েছে বিদেশমন্ত্রকে, জানিয়েছেন জয়শঙ্কর - Prajwal Revanna

author img

By ANI

Published : May 24, 2024, 6:23 PM IST

Prajwal Revanna: যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর দেশ ছেড়ে চলে গিয়েছেন জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্না ৷ তাঁর পাসপোর্ট বাতিল করার অনুরোধ গত 21 মে বিদেশমন্ত্রকের কাছে জমা পড়েছে ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷

S Jaishankar
এস জয়শঙ্কর (নিজস্ব চিত্র)

নয়াদিল্লি, 24 মে: যৌন হেনস্তায় অভিযুক্ত জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার পাসপোর্ট বাজেয়াপ্ত করার অনুরোধ বিদেশমন্ত্রকের কাছে জমা পড়েছে ৷ শুক্রবার এই তথ্য় জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি জানান, গত 21 মে এই অনুরোধ তাঁর মন্ত্রকের কাছে এসেছে ৷

রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠার পরই তিনি গত মাসে জার্মানিতে পালিয়ে যান ৷ তাঁর বিরুদ্ধে তদন্তের জন্য ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে কর্ণাটক সরকার ৷ এই পরিস্থিতিতে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, "পাসপোর্ট বাজেয়াপ্ত করা পাসপোর্ট আইন দ্বারা পরিচালিত হয় । এটি করার জন্য আমাদের একটি বিচার বিভাগীয় আদালত বা পুলিশের অনুরোধ প্রয়োজন । বিদেশমন্ত্রকের কাছে সেই অনুরোধ 21 মে কর্ণাটক থেকে এসেছে ৷’’

তিনি জানান, এই অনুরোধ আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে বিদেশমন্ত্রক ৷ নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে৷ বিজেপি রেভান্নাকে আড়াল করতে চাইছে, এই অভিযোগ তুলছে কংগ্রেস ৷ তবে কংগ্রেসের তোলা এই অভিযোগ সঠিক নয় বলেই দাবি করেছেন জয়শঙ্কর ৷ তিনি বলেন, "তারা (কর্ণাটক সরকার) প্রথম পদক্ষেপ করেনি... মানে, পাসপোর্ট বাজেয়াপ্ত করার তাঁর (রেভান্না) ক্ষেত্রেই প্রথম ঘটনা নয় ।’’

লোকসভা ভোটের মুখে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ৷ গত 27 এপ্রিল এই নিয়ে কর্ণাটক সরকার সিট তৈরি করে ৷ রেভান্নার কিছু আপত্তিকর ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ সেই ভিডিয়োগুলিকে তিনি জাল বলে দাবি করেন ৷ তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি ৷

এদিকে গতকাল বৃহস্পতিবার রেভান্নাকে কড়াবার্তা দেন জেডিএস সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ৷ রেভান্না সম্পর্কে দেবেগৌড়ার নাতি৷ একটি চিঠিতে তিনি জানান, রেভান্না কোথায় আছেন তিনি জানেন না ৷ কিন্তু তিনি চান রেভান্না দেশে ফিরে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোক ৷ এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন ৷ চিঠিতে তিনি রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাজেয়াপ্ত করার দাবি জানান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.