ETV Bharat / snippets

দু’মাসের জন্য কলকাতার তিন এলাকায় জারি হচ্ছে 144 ধারা

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 7:32 PM IST

Lal Bazar
লালবাজার (নিজস্ব চিত্র)

Kolkata Police Imposes Section 144: 144 ধারা জারি করল কলকাতা পুলিশ ৷ আগামী 28 মে থেকে 26 জুলাই পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে বলে এক নির্দেশিকায় জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল৷ কলকাতার তিনটি জায়গা বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা ও হেডকোয়াটার ট্রাফিক গার্ড অর্থাৎ কে সি দাস ক্রসিং থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউজের আশপাশ পর্যন্ত 144 ধারা জারি থাকবে ৷ এই এলাকাগুলিতে নির্ধারিত সময়সীমার মধ্যে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ ৷ করা যাবে না কোনও রাজনৈতিক সমাবেশও ৷ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ জানান, নতুন নির্দেশিকা নয় ৷ পুরনো নির্দেশিকার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৷

Kolkata Police Imposes Section 144: 144 ধারা জারি করল কলকাতা পুলিশ ৷ আগামী 28 মে থেকে 26 জুলাই পর্যন্ত এই 144 ধারা বলবৎ থাকবে বলে এক নির্দেশিকায় জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল৷ কলকাতার তিনটি জায়গা বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা ও হেডকোয়াটার ট্রাফিক গার্ড অর্থাৎ কে সি দাস ক্রসিং থেকে শুরু করে ভিক্টোরিয়া হাউজের আশপাশ পর্যন্ত 144 ধারা জারি থাকবে ৷ এই এলাকাগুলিতে নির্ধারিত সময়সীমার মধ্যে পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ ৷ করা যাবে না কোনও রাজনৈতিক সমাবেশও ৷ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ জানান, নতুন নির্দেশিকা নয় ৷ পুরনো নির্দেশিকার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.