ETV Bharat / state

Minor Rape Convict Punishment: নাবালককে ধর্ষণ, 20 বছরের সাজা ঘোষণা কার্শিয়াং পকসো আদালতের

author img

By

Published : Dec 13, 2022, 1:50 PM IST

Minor Rape Pocso
ETV Bharat

স্কুল চত্বরে একটি নির্জন জায়গায় নাবালককে নিয়ে যায় বছর চল্লিশের এক ব্যক্তি ৷ সেখানে নাবালককে ধর্ষণ করে সে ৷ প্রায় তিন বছর হতে চলল ৷ পকসো আইনে দোষীর কঠিন সাজা ঘোষণা করল আদালত (Minor Rape Convict Jail Custody) ৷

নাবালককে ধর্ষণে দোষীকে সশ্রম কারাদণ্ডের রায়

দার্জিলিং, 13 ডিসেম্বর: নাবালককে ধর্ষণের দায়ে দোষীকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ 12 ডিসেম্বর কার্শিয়াং অতিরিক্ত দায়রা এবং বিশেষ আদালতের (POCSO) বিচারক নন্দ দেব বর্মণ দোষীকে 20 বছরের সশ্রম কারাবাসের সাজা ঘোষণা করেন (Kurseong Additional Sessions and Special Court, POCSO) ৷

জানা গিয়েছে, 2020 সালের 5 ফেব্রুয়ারি দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে বন্ধ স্কুল চত্বরে একটি নিরিবিলি জায়গায় দোষী ওই নির্যাতিত নাবালককে নিয়ে যায় ৷ ওই নাবালকের বয়স তখন মাত্র 9 বছর ৷ দোষীর বয়স আনুমানিক 40 ৷ সেখানে তাকে ধর্ষণ করে ওই মধ্যবয়সী ব্যক্তিটি ৷

আরও পড়ুন: কিশোরীকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের চেষ্টা ! 73 বছরের বৃদ্ধকে পিটিয়ে খুন পরিবারের

নাবালকটি গুরুতর আহত অবস্থায় বাড়ি ফেরে এবং অভিভাবকদের সব কথা খুলে বলে ৷ স্বভাবতই সে কান্নায় ভেঙে পড়েছিল ৷ সেই অনুযায়ী ওই দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি কার্শিয়াং পুলিশ স্টেশনে পকসো আইনের আওতায় অভিযোগ দায়ের করা হয় ৷ পুলিশ সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ করে ৷

এ বিষয়ে কার্শিয়াং দায়রা আদালতের বিশেষ সরকারি কৌঁসুলী রমেশ আগরওয়াল সাংবাদিকদের জানান, ঘটনাটি ঘটেছিল 5 ফেব্রুয়ারি 2020 ৷ প্রায় (40) বছর বয়সী এক ব্যক্তি 9 বছরের এক নাবালককে ধর্ষণ করে ৷ দার্জিলিং পাহাড়ের কার্শিয়াংয়ের বন্ধ একটি স্কুলের বিচ্ছিন্ন এলাকায় এই ঘটনাটি ঘটে ৷ কার্শিয়াং স্পেশাল কোর্ট (পকসো) বিচারক নন্দ দেব বর্মণ আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.