কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে অশোকনগরে সভা মমতার, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 3:38 PM IST

Updated : May 21, 2024, 4:07 PM IST

thumbnail
Mamata Banerjee Live: লোকসভা ভোটের প্রচারে উত্তর 24 পরগনার অশোকনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বারাসত লোকসভার কেন্দ্রের দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে হরিপুরের মাঠে সভায় বক্তব্য রাখছেন তিনি । শেষ দফা নির্বাচনের অর্থাৎ আগামী 1 জুন ভোট রয়েছে বারাসত লোকসভা কেন্দ্রে । হাতে মাত্র আর কয়েকটা দিন । তার আগে মুখ্যমন্ত্রীর সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । কারণ একদিকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ৷ অন্যদিকে অশোকনগর লাগোয়া হল হাবড়া বিধানসভা । বিরোধীদের হাতিয়ার হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির ইস্যু । এই পেক্ষাপটে দাঁড়িয়ে এ দিনের এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দিচ্ছেন সেই দিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের । পাশাপাশি নির্বাচনে উদ্দেশ্যে তিনি কী কী বার্তা দেন সেই দিকে মনোযোগ রয়েছে দলের নেতাকর্মীদের । পাশাপাশি বসিরহাটের পাশাপাশি এই সভা থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ শানাতে পারেন তিনি বলে মনে করা হচ্ছে ৷ সিএএ ও এনআরসি ইস্যুতে সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : May 21, 2024, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.