ETV Bharat / state

Anubrata Mondal: আদালতে অনুব্রত-নামা ! জামিনের আবেদন করলেন না আইনজীবীরা, কনভয়ে নকুলদানা ছুঁড়ল বিজেপি-সিপিএম

author img

By

Published : Aug 11, 2022, 10:52 PM IST

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি (TMC Leader Anubrata Mondal) ৷ 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal will be in CBI remand) ৷

Anubrata Mondal News
Anubrata Mondal News

আসানসোল, 11 অগস্ট: গরুপাচার কাণ্ডের পরবর্তী শুনানি হবে 20 অগস্ট । ততদিন পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে । সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক এমনই নির্দেশ জারি করেছেন । একই সঙ্গে বিচারক জানিয়েছেন, আলিপুর কমান্ড হাসপাতালে অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যা পর্যবেক্ষণের জন্য তিনজন চিকিৎসক নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হবে । যারা প্রত্যেকদিন তাঁকে পর্যবেক্ষণ করবেন । পাশাপাশি সিবিআই হেফাজতকালে আইনজীবীরা তার সঙ্গে প্রতিদিন 30 মিনিট করে কথা বলতে পারবেন (Anubrata Mondal will be in CBI remand) ।

বৃহস্পতিবার সকালে বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে । এরপরই ঠিক করা হয়, তাঁকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হবে । তারপরেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে ইসিএলের শীতলপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় । ইসিএলের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন ৷ দুপুরে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে ।

আসানসোল আদালতে ঢোকার মুখেই বিজেপি-সিপিএম একসঙ্গেই বিক্ষোভ শুরু করে । অনুব্রতকে নিয়ে কনভয় এলে নকুলদানা ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা । পাশাপাশি জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয় । সওয়াল জবাব চলাকালীন সরকারি আইনজীবীরা বলেন, অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন না । সেই কারণেই তাঁকে গ্রেফতার করার পর হেফাজতে নেওয়া প্রয়োজন । কারণ তিনি মুখ খুললে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে ।

আদালতে অনুব্রত-নামা

আরও পড়ুন : দিল্লিতে বাংলার আইপিএসদের থেকে কী জানতে চায় ইডি ?

যদিও অনুব্রত মণ্ডলের আইনজীবীরা এদিন কোনও জামিনের আবেদন করেননি ৷ যদিও তাঁরা সিবিআই হেফাজতের বিরোধিতা করেছিলেন । সিবিআই-এর পক্ষ থেকে তাঁকে 14 দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় আদালতে । দু'পক্ষের শুনানি শেষে বিচারক 10 দিনের হেফাজত মঞ্জুর করেন ।আগামী 20 অগস্ট অনুব্রত মণ্ডলকে ফের আসানসোল সিবিআই আদালতে হাজির করাতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.