ETV Bharat / state

হরিহরপাড়ায় গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতার মাথায় ও বুকে গুলি

author img

By

Published : Jul 12, 2019, 4:17 PM IST

Updated : Jul 12, 2019, 9:10 PM IST

আজ সকালে প্রদীপ ডাঙা থেকে দুই তৃণমূল কর্মীর সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সফিকুল হাসান । সেইসময় কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে তাঁদের পথে আটকায় । তাঁরা সফিকুলকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মাথায় ও বুকে গুলি করে ।

সফিকুল হাসান

হরিহরপাড়া, 12 জুলাই : প্রকাশ্যে তৃণমূল নেতার মাথায় ও বুকে গুলি । অভিযোগের তির কংগ্রেসের দিকে । মুর্শিদাবাদের হরিহরপাড়ার ঘটনা । মৃতের নাম সফিকুল হাসান ।

হরিহরপাড়া ব্লকের সাধারণ সম্পাদক ছিলেন সফিকুল । তাঁর বিবি হুমাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান । আজ সকালে প্রদীপডাঙা থেকে দুই তৃণমূল কর্মীর সঙ্গে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সফিকুল । সেইসময় কয়েকজন দুষ্কৃতী গাড়ি করে এসে তাঁদের পথে আটকায় । সফিকুলকে গাড়ি থেকে নামিয়ে মাথায় ও বুকে গুলি করে । এরপর বোমাবাজি করে এলাকা ছেড়ে পালিয়ে যায় ।

ভিডিয়োয় শুনুন আহিনুলের বক্তব্য

গুলির শব্দশুনে ঘটনাস্থানে যায় স্থানীয় বাসিন্দারা । তারা সফিকুলকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থানে যায় হরিহরপাড়া থানার পুলিশ । তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:কান্দি- ফের কান্দিতে অধীর চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কান্দির মোহনবাগান মাঠে অধীরকে বিজেপি দোসর বলে আখ্যা দেন । তিনি বলেন , যে নিজের পরিবারকে দেখে না সে করবে দেশের সেবা, মুর্শিদাবাদের সেবা, জনগণের সেবা । অপূর্ব কান্দিতে অসুর বধ করবে। একইসঙ্গে এদিন আর একবার বহরমপুর ও জঙ্গিপুর লোকসভায় আরএসএসের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী ।


Body:বুধবার দুপুরে কাদির মোহনবাগান মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার সভা ছিল । কান্দি অপূর্ব সরকারের খাস তালুক । আর সেখান থেকেই এদিন তিনি অধীরের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। আক্রমণ করেন অধীর চৌধুরীর ব্যক্তিগত জীবন নিয়ে ।মুখ্যমন্ত্রী বলেন, এত বছর আছেন কি করেছেন আপনাদের এমপি । সারাদিন টিএমসির বিরুদ্ধে নালিশ করে বালিশ পায়। বিজেপিকে টিএমসিপির বিরুদ্ধে নালিশ করে পালিশ পায়। জিজ্ঞেস করুন কমরেডকে কংগ্রেস সিপিএম বিজেপি একসঙ্গে চলে কিনা । আরএসএস উনার হয়ে কাজ করে । জঙ্গিপুরে কাজ করছে । এই আর এস এস কে আমি সমর্থন করি না । এক সময় খাঁকি জামা হাফপ্যান্ট পড়তো আরএসএস এখন তারা ভোগের ইজারদার হয়ে গিয়েছে। ক্ষমতার মাধুর্যে বড় ভোগীতে পরিণত হয়েছে । আপনাদের এমপি সারদা নারদা করে চিৎকার করে বেড়ায় । সারদা হয়েছিল 1980 সালে তখন ক্ষমতায় সিপিএম । বিজেপির সঙ্গে ভাব ছিল তাই সিপিএম কংগ্রেসের কেউ অ্যারেস্ট হয়নি । আরো বলেন, মিথ্যা কথা অপপ্রচার করে বেড়ায় । মুর্শিদাবাদের মানুষ তোমাকে এত ভয় পাই খুন হলেও মুখে কিছু বলতে পারে না । বউ ভয়ে কথা বলতে পেরেছিল ?এফিডেভিট ও নাম দেয়নি । এটা তথ্য গোপন ও হতে পারে । যারা পরিবারকে দেখে না তারা করবে দেশের সেবা । এখন উনি দিল্লি আর বৈদিক ভিলেজ এ থাকেন । টি এম সি সাচ্চা ভাবে রাজনীতি করে । ওদের কাছে সার্টিফিকেট নিতে হবে না


Conclusion:বেলা দুটো দশে কাদির সভা শেষ করে তিনি জঙ্গিপুর অপর একটি সভার উদ্দেশ্য উড়ে যান ।
Last Updated :Jul 12, 2019, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.