thumbnail

রান্নাঘরে অতিথি কিং কোবরা! দেখুন 12 ফুট দীর্ঘ সাপকে বের করার রোমহর্ষক ভিডিয়ো - King cobra in Kitchen

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 2:07 PM IST

রান্নাঘরে ও কে ? কর্ণাটকের চিকমাগালুরে একটি বাড়ির ভিতরে একটি মস্ত বড় কিং কোবরা ঢুকে পড়ে ৷ জেলার এনআর পুরা তালুকের শেট্টিকোপ্পা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ বাড়ির কর্তা মঞ্জুনাথ গৌড়া বাড়ির পিছন দিকের দরজাটি খুলে বাইরে বেরিয়েছিলেন ৷ সেই সময় কোনও এক ফাঁকে বাড়ির মধ্য়ে ঢুকে পড়ে কিং কোবরাটি ৷ সে রান্নাঘরে গিয়ে আশ্রয় নেয় ৷ 12 ফুট লম্বা কুচকুচে কালো কিং কোবরাকে দেখে আঁতকে ওঠে পরিবারের সবাই ৷ সঙ্গে সঙ্গে ঘরদোর ছেড়ে পালিয়ে যায় সবাই ৷

এদিকে কিং কোবরাকে রান্নাঘর থেকে বের করতে খবর গেল সাপ ধরিয়ের কাছে ৷ গ্রামের সরীসৃপ উদ্ধারকারী বলে পরিচিত স্নেক হরিন্দ্র জানতে পারলেন মঞ্জুনাথের বাড়িতে বিশাল একটি কোবরা ঢুকে বসে আছে ৷ তিনি বাড়িতে এসে সাপ উদ্ধারে নামলেন ৷ ঘণ্টাখানেক ধরে চলল সাপ আর সাঁপুড়ের যুদ্ধ ৷ কিং কোবরাকে বাগে আনতে প্রায় ঘণ্টাখানেক টানাটানি চলে দুই পক্ষের মধ্যে ৷ কখনও কিং কোবরা কোথাও জড়িয়ে যাচ্ছে ৷ তাকে সেখান থেকে বের করতে নতুন করে ফন্দি আঁটছেন বিশেষজ্ঞ সাপ ধরিয়ে ৷ এভাবে চলতে চলতে শেষে কিং সাইজের কোবরাকে ধরে ফেলেন হরিন্দ্র ৷ 12 ফুট দীর্ঘ সাপটিকে একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.