ETV Bharat / snippets

কর্ণাটকে বাঘের হামলায় মহিলার মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : May 26, 2024, 1:36 PM IST

Tiger Kills Woman
বাঘের হামলায় মহিলার মৃত্যু (নিজস্ব চিত্র)

Tiger Kills Woman: কর্ণাটকে বাঘের হামলায় মৃত্যু হল এক মহিলার ৷ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মাইসুরু জেলার এইচডি কোট তালুকের মুরবন্দ পাহাড়ের কাছে ৷ মৃতের নাম চিক্কি (48) ৷ তিনি এন বেগুরের কাছে মালদা গ্রামের বাসিন্দা ৷ শনিবার বিকেলে মুরবন্দ পাহাড়ের কাছে ছাগল চরাতে গিয়েছিলেন ওই মহিলা ৷ সেই সময় একটি বাঘ হঠাৎ আক্রমণ করে তাঁর উপর ৷ মহিলাকে টেনে জঙ্গলে নিয়ে চলে যায় বাঘটি । রবিবার সকালে ফরেস্ট ওয়াচ টাওয়ার থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.