ETV Bharat / entertainment

কানের সেরা অভিনেত্রী বাংলার অনসূয়া, দু’দিনের 'ছুটি' চান পরিবারের জন্য - Anasuya Sengupta

author img

By ANI

Published : May 26, 2024, 3:38 PM IST

77th Cannes Film Festival: প্যারিসে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলার মেয়ে অনসূয়া সেনগুপ্ত ৷ এবার কয়েকটাদিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সঙ্গে বিশ্রাম ৷ দিল্লিতে নেমে সংবাদসংস্থা এএনআই-কে এমনটাই জানালেন 'দ্য শেমলেস' সেরা অভিনেত্রী ৷

Anasuya Sengupta
অনসূয়া সেনগুপ্ত ৷ (ছবি- ফেস্টিভ্যাল দে কান এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 26 মে: বিশ্বমঞ্চে সেরার পুরস্কারে সম্মানিত হয়ে, দেশে ফিরলেন অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ৷ গত 24 ঘণ্টায় যে নামটা ভারত তথা বিশ্বের চলচ্চিত্র জগতে অতিপরিচিত হয়ে উঠেছে ৷ কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা অনসূয়া কান ফিল্ম ফেস্টিভ্যালে 'আন সার্টেইন রিগার্ড' বিভাগে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন ৷ দিল্লি বিমানবন্দরে নেমে সংবাদ সংস্থা এএনআই-কে জানালেন, "খুব ভালো লাগছে ৷ আমি এখন শুধুমাত্র পরিবারের কাছে ফিরতে চাই এবং দু’দিন বিশ্রাম নেব ৷"

দু’দিনের বিশ্রাম শেষে ফের কাজে ফিরবেন বলে জানিয়েছেন, কানের মঞ্চে ভারত তথা বাংলার নামকে উজ্জ্বল করা অভিনেত্রী ৷ তিনি বলেন, "আপাতত দু’দিনের বিশ্রাম ৷ তারপর আমি আবারও ফিরব ৷ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই ৷" অনসূয়ার এই অসামান্য সাফল্য শুধু অভিনেত্রী হিসেবে তাঁর কেরিয়ারে নয়, বিশ্ব মঞ্চে ভারতীয় চলচ্চিত্রকে এক অন্য মাত্রা দিয়েছে ৷ বুলগেরিয়ান চিত্রপরিচালক কনস্ট্যানটিন বোহানোভের 'দ্য শেমলেস' সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷

'দ্য শেমলেস' সিনেমার কাহিনী শুরু হয়, দিল্লির একটি পতিতালয় থেকে ৷ যেখানে গল্পের মুখ্যচরিত্র রেণুকা এক পুলিশ আধিকারিককে কুপিয়ে হত্যা করে ৷ তারপর সেখান থেকে পালিয়ে যান ৷ আর এই সফরে তাঁর পরিচয় হয়, গল্পের দ্বিতীয় মুখ্য়চরিত্রের সঙ্গে ৷ যে সফরে তাঁদের সম্পর্কের ভালোবাসা এবং দ্বন্দ্ব নিয়ে কাহিনী এগিয়ে চলে ৷ দ্বিতীয় মুখ্যচরিত্রে অভিনয় করেছেন ওমারা শেট্টি ৷ কানের মঞ্চে জেতা সেরা অভিনেত্রীর সম্মান অনসূয়া সেনগুপ্ত, বিশ্বের সকল পিছিয়ে পড়া সম্প্রদায় এবং গোষ্ঠীকে উৎসর্গ করেছেন ৷ তাঁদের অধিকারের লড়াইকে কানের মঞ্চ থেকে কুর্নিশ জানান তিনি ৷

খবর সূত্র- সংবাদসংস্থা এএনআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.