ETV Bharat / entertainment

কানের মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত বাংলার অনসূয়া - Anasuya Sengupta at Cannes 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 11:34 AM IST

Updated : May 25, 2024, 1:22 PM IST

Anasuya Sengupta Wins Best Actress Award for Film 'Shameless': কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কারে সম্মানিত হলেন অনসূয়া সেনগুপ্ত ৷ বুলগেরিয়ান চিত্র পরিচালকের তৈরি 'শেমলেস' সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করে এই সম্মান পেয়েছেন তিনি ৷

ETV BHARAT
কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনসূয়া সেনগুপ্ত ৷ (ছবি- ফেস্টিভ্যাল দে কান এক্স হ্যান্ডেল)

কান, 25 মে: কান ফিল্ম ফেস্টিভ্যালে বাঙালির জয় ৷ প্রথম ভারতীয় হিসেবে কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেইন রিগার্ড সেগমেন্টে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অনসূয়া সেনগুপ্ত ৷ 'শেমলেস' সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্তের অভিনেত্রী ৷ 'শেমলেস' সিনেমাটির ডিরেক্টর বুলগেরিয়ান ফিল্মমেকার কনস্ট্যানটিন বোহানোভ ৷ যেখানে চলচ্চিত্রকার একজন যৌনকর্মীর কাহিনী তুলে ধরেছেন ৷ যার শুরুটা হয়, দিল্লির একটি পতিতালয় থেকে ৷ যেখানে এক পুলিশ আধিকারিককে ছুরি মেরে পালিয়ে যান চরিত্রাভিনেত্রী ৷ আর সেখান থেকেই শুরু হয় 'শেমলেস' কাহিনী ৷

কলকাতার মেয়ে অনসূয়া প্রথম ভারতীয় শিল্পী হিসেবে আন সার্টেইন রিগার্ড সেগমেন্টের শীর্ষস্থানীয় এই পুরস্কার পেলেন ৷ যা বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার জন্য এক অভাবনীয় সাফল্য ৷ শনিবার পরিসপমাপ্তি ঘটবে 2024 কান চলচ্চিত্র উৎসবের ৷ শুক্রবার রাতে কানের মঞ্চে এই সম্মান নিতে উঠে অনসূয়া তাঁর এই পুরস্কার সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে উৎসর্গ করেছেন, যাঁরা প্রতিনিয়ত বিশ্বের সর্বত্র নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছেন ৷

আরও পড়ুন: 30 বছর পর ভারতে আসবে পাম ডি'অর ? কানে আশা জাগাচ্ছেন পায়েল

অভিনেত্রী বলেন, "সমানাধিকারের জন্য লড়াই করতে গেলে আপনাকে বিশেষ হতে হবে না, উপনিবেশের অবস্থা হওয়া কতটা করুণ, তা জানতে আপনাকে উপনিবেশিক হতে হবে না - আমাদের কেবল অত্যন্ত শালীন মানুষ হতে হবে ৷" গত 17 মে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রদর্শিত হয়েছিল 'শেমলেস' সিনেমাটি ৷

আরও পড়ুন: গোলাপি-কালো গাউনে কানের লাল গালিচায় 'বার্বি গার্ল' কিয়ারা

সিনেমায় অনসূয়ার চরিত্রের নাম ছিল রেণুকা ৷ যিনি এক পুলিশ আধিকারিককে কুপিয়ে খুন করার পর, দিল্লির একটি পতিতালয় থেকে পালিয়ে যান ৷ এরপর উত্তর ভারতের যৌনকর্মীদের একটি সম্প্রদায়ের কাছে আশ্রয় নেন ৷ সেখানে তাঁর পরিচয় হয় দেবিকা (ওমারা)-র সঙ্গে ৷ এই তরুণী পতিতাবৃত্তির জীবনকে ঘৃণা করেন ৷ এই দু’জনকে নিয়েই এগিয়ে চলে সিনেমার কাহিনী ৷ উল্লেখ্য, অঞ্জন দত্তর 'ম্যাডলি বাঙালি' সিনেমাতেও অভিনয় করেছিলেন, দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্সের বাসিন্দা এই অভিনেত্রী ৷ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি ৷

আরও পড়ুন: আরাধ্যাকে নিয়ে কানের আসর থেকে মুম্বই ফিরলেন ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো

Last Updated : May 25, 2024, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.