ETV Bharat / entertainment

আরাধ্যাকে নিয়ে কানের আসর থেকে মুম্বই ফিরলেন ঐশ্বর্য, দেখুন ভিডিয়ো - 2024 Cannes Film Festival

author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 4:05 PM IST

2024 Cannes Film Festival: আরাধ্যাকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবের আসর থেকে মুম্বইতে ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজিরা ৷

ETV BHARAT
আরাধ্যাকে নিয়ে কানের আসর থেকে মুম্বই ফিরলেন ঐশ্বর্য (ছবি: ইনস্টাগ্রাম)

হায়দরাবাদ, 19 মে: কান চলচ্চিত্র উৎসব 2024-এর রেড কার্পেটে তাঁর স্টেটমেন্ট গাউন মাথা ঘুরিয়ে দিয়েছে সবার ৷ প্রতিবারের মতোই এ বারও কানের মূল আকর্ষণ নিজের দিকে টেনে নেওয়ার পর রবিবার মুম্বইতে ফিরলেন বলিউডের ডিভা ঐশ্বর্য রাই বচ্চন । তাঁর দুটি রেড-কার্পেট উপস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে কানের আসরে ৷ লোরিয়েলের বিশ্বব্যাপী ব্র্যান্ড অ্যাম্বাসেডর একটি ফাল্গুনী এবং শেন পিকক গাউন বেছে নিয়েছিলেন রেড কার্পেটে । তিনি যখন কান থেকে বাড়ি ফিরলেন, তখনও তাঁকে দেখা গেল ফাল্গুনী এবং শেন পিকক কোটে ৷

মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের দিকে হাসিমুখে তাকিয়ে হাত নেড়ে তাঁদের অভিবাদন জানান ঐশ্বর্য ৷ খোলা চুলে, কালো পোশাকে মোহময়ী দেখাচ্ছিল অভিনেত্রীকে ৷ তাঁর সেই ছবি অভিনেত্রীর ফ্যান পেজ এবং পাপারাৎজির অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে । তাঁর এয়ারপোর্ট লুকের জন্য ঐশ্বর্য একটি বহু রঙের কোট বেছে নিয়েছেন ৷ আর তাঁর মেয়ে আরাধ্যাকে নীল জিন্সের সঙ্গে একটি সাদা হুডিতে দেখা গিয়েছে ।

মা-মেয়ে জুটি 16 মে কানের 77তম সংস্করণের জন্য রওনা হয়েছিল । তাঁকে তাঁর ডান হাতে একটি স্লিং পরা অবস্থায় দেখা গিয়েছে, যা তার ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে । অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র একটি নিউজওয়্যারে প্রকাশ করেছে যে, ঐশ্বর্যের কবজি ভেঙে যাওয়াতেই এই স্লিং নিতে হয়েছে তাঁকে ৷ ফ্রান্স সফরের আগে বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে রেখেছেন ঐশ্বর্য ৷ কান থেকে ফিরে আসার পর অস্ত্রোপচারের জন্য সময় রেখেছেন তিনি ৷ হাতের এই অবস্থা সত্ত্বেও কানে গিয়ে যেভাবে প্রতি বছরের মতো দায়িত্ব পালন করেছেন ঐশ্বর্য, এ জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন ভক্তরা ৷

এ বছর তাঁর কানের পোশাক নিয়ে চর্চা চলেছে সোশাল মিডিয়ায় ৷ অনেকে মনে করছেন, এই পোশাক তাঁর সৌন্দর্যের প্রতি সুবিচার করেনি । এক্স হ্যান্ডেলে এবং ইনস্টাগ্রামে তাঁর রেড কার্পেট লুক দুই দিন ধরে ট্রেন্ড করছে ৷ একটি নিউজওয়্যারকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে, ঐশ্বর্য এ বিষয়ে মুখ খোলেন । তিনি তাঁর প্রথম দিনের উপস্থিতি নিয়ে বলেন, "গতকাল সন্ধ্যায় রেড কার্পেটে আমি যেটা পরি, তা আমার প্রিয় বন্ধু শেন এবং ফাল্গুনী পিকক ডিজাইন করেছেন ।"

এ বার ছিল মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যের 21তম উপস্থিতি । তিনি 2002 সাল থেকে নিয়মিত যাচ্ছেন কানের আসরে ৷ সে বছর শাহরুখ খান এবং তাঁর অভিনীত দেবদাসের প্রিমিয়ারে যোগ দেন ঐশ্বর্য । নীতা লুল্লার শাড়িতে কানে আত্মপ্রকাশ করেছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. গোলাপি-কালো গাউনে কানের লাল গালিচায় 'বার্বি গার্ল' কিয়ারা
  2. নির্মাণের আগেই 'কান ফিল্ম মার্কেটে' জায়গা পেল বাঙালি পরিচালকের 'জয়গুরু'
  3. থ্রিডি মেটালিক পোশাকে বয়স থমকে ঐশ্বর্য'র, রেড কার্পেটে যেন এক 'সোনালী পরী'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.