ETV Bharat / sports

ধোনির রেকর্ড ছুঁতে একটি জয় দূরে সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স - IPL Final 2024

Pat Cummins May Equal With MS Dhoni's Record: ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে সফল মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর ক্রিকেট কেরিয়ারের একটি রেকর্ডের ছুঁয়ে একসারিতে বসার সুযোগ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সের কাছে ৷ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের আইপিএল 17’র ফাইনাল জিতলেই, সেই রেকর্ড স্পর্শ করবেন তিনি ৷

author img

By ANI

Published : May 26, 2024, 12:51 PM IST

ETV BHARAT
মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছোঁয়ার সুযোগ প্যাট কামিন্সের সামনে ৷ (ছবি- এসআরএইচ এক্স হ্যান্ডেল)

চেন্নাই, 26 মে: আজ সন্ধ্যেয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ আইপিএল সিজন-17’র ফাইনাল অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সের কাছে এক অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ ৷ তা হল, মহেন্দ্র সিং ধোনির একটি ক্রিকেট মরশুমে ওডিআই বিশ্বকাপ ও আইপিএল জেতার রেকর্ড ছুঁয়ে, একসারিতে চলে আসা ৷ রবিবার রাতের ফাইনাল ম্যাচ জিতলেই সেই কৃতিত্ব অর্জন করবেন কামিন্স ৷

উল্লেখ্য, ধোনি 2011 সালে অধিনায়ক হিসেবে ভারতকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ৷ বিশ্বকাপ জয়ের দু’মাসের মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ট্রফি জেতান ধোনি ৷ আর ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে গতবছর আইসিসি-র পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৷ এবার তাঁর সামনে সুযোগ রয়েছে, একই মরশুমে আইপিএলে সানরাইজার্সের হয়ে আইপিএল খেতাব জেতার ৷ সেটা করতে পারলে, ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হবেন কামিন্স, যিনি দেশের হয়ে বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল জিতবেন ৷

আরও পড়ুন:

চেন্নাইয়ের মাঠে আইপিএল ফাইনালে আজ টুর্নামেন্টের সেরা দু’টি দল মুখোমুখি হচ্ছে ৷ মরশুমের শুরুটা দুই দল করেছিল, একে অপরের মুখোমুখি হয়ে ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে মাত্র 6 রানে সেই ম্যাচে হেরেছিল প্যাট কামিন্সের দল ৷ এমনকি প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে ফের কেকেআরের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয় সানরাইজার্সকে ৷ তবে, এবার ফাইনাল ৷ অতীতের সঙ্গে এর কোনও যোগ নেই ৷ যে দল আজ নিজেদের সেরাটা দেবে, তারাই চ্যাম্পিয়ন ৷

আরও পড়ুন:

উল্লেখ্য, সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে পরপর দু’বারের চ্যাম্পিয়ন ৷ সেই দলের অধিনায়ক এইডেন মার্করামও হায়দরাবাদের এই দলে রয়েছেন ৷ আর দূরন্ত ফর্মেও রয়েছে এসআরএইচের পুরো দল ৷ ট্রাভিস হেড-অভিষেক শর্মা এই মরশুমের সবচেয়ে বিস্ফোরক ও সফল ওপেনিং জুটি ৷ সঙ্গে রাহুল ত্রিপাঠী, মার্করাম, হেনরিক ক্লাসেনরা রয়েছেন ৷ আর বোলিংয়ের নেতৃত্বে রয়েছেন স্বয়ং অধিনায়ক প্যাট কামিন্স এবং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ৷ আর তাঁদের সঙ্গে জয়দেব উনাদকট এবং টি নটরাজন ৷

আরও পড়ুন:

চেন্নাই, 26 মে: আজ সন্ধ্যেয় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ আইপিএল সিজন-17’র ফাইনাল অরেঞ্জ আর্মির অধিনায়ক প্যাট কামিন্সের কাছে এক অনন্য রেকর্ড স্পর্শ করার সুযোগ ৷ তা হল, মহেন্দ্র সিং ধোনির একটি ক্রিকেট মরশুমে ওডিআই বিশ্বকাপ ও আইপিএল জেতার রেকর্ড ছুঁয়ে, একসারিতে চলে আসা ৷ রবিবার রাতের ফাইনাল ম্যাচ জিতলেই সেই কৃতিত্ব অর্জন করবেন কামিন্স ৷

উল্লেখ্য, ধোনি 2011 সালে অধিনায়ক হিসেবে ভারতকে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতিয়ে ছিলেন ৷ বিশ্বকাপ জয়ের দু’মাসের মধ্যে আইপিএলে চেন্নাই সুপার কিংসকে আইপিএল ট্রফি জেতান ধোনি ৷ আর ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে গতবছর আইসিসি-র পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৷ এবার তাঁর সামনে সুযোগ রয়েছে, একই মরশুমে আইপিএলে সানরাইজার্সের হয়ে আইপিএল খেতাব জেতার ৷ সেটা করতে পারলে, ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অধিনায়ক হবেন কামিন্স, যিনি দেশের হয়ে বিশ্বকাপ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল জিতবেন ৷

আরও পড়ুন:

চেন্নাইয়ের মাঠে আইপিএল ফাইনালে আজ টুর্নামেন্টের সেরা দু’টি দল মুখোমুখি হচ্ছে ৷ মরশুমের শুরুটা দুই দল করেছিল, একে অপরের মুখোমুখি হয়ে ৷ কলকাতার ইডেন গার্ডেন্সে মাত্র 6 রানে সেই ম্যাচে হেরেছিল প্যাট কামিন্সের দল ৷ এমনকি প্লে-অফে প্রথম কোয়ালিফায়ারে ফের কেকেআরের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয় সানরাইজার্সকে ৷ তবে, এবার ফাইনাল ৷ অতীতের সঙ্গে এর কোনও যোগ নেই ৷ যে দল আজ নিজেদের সেরাটা দেবে, তারাই চ্যাম্পিয়ন ৷

আরও পড়ুন:

উল্লেখ্য, সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি দক্ষিণ আফ্রিকা টি-20 লিগে পরপর দু’বারের চ্যাম্পিয়ন ৷ সেই দলের অধিনায়ক এইডেন মার্করামও হায়দরাবাদের এই দলে রয়েছেন ৷ আর দূরন্ত ফর্মেও রয়েছে এসআরএইচের পুরো দল ৷ ট্রাভিস হেড-অভিষেক শর্মা এই মরশুমের সবচেয়ে বিস্ফোরক ও সফল ওপেনিং জুটি ৷ সঙ্গে রাহুল ত্রিপাঠী, মার্করাম, হেনরিক ক্লাসেনরা রয়েছেন ৷ আর বোলিংয়ের নেতৃত্বে রয়েছেন স্বয়ং অধিনায়ক প্যাট কামিন্স এবং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ৷ আর তাঁদের সঙ্গে জয়দেব উনাদকট এবং টি নটরাজন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.