ETV Bharat / sports

চিপকে বৃষ্টির ভ্রুকুটি, পিছিয়ে যেতে পারে টস; ফাইনাল ভেস্তে গেলে কী হবে ? - IPL 2024 Final

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 9:19 PM IST

Updated : May 26, 2024, 3:37 PM IST

KKR vs SRH IPL 2024 Final: গতবছর ভেস্তে গিয়েছিল গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ৷ রবিবারও বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে ? আইপিএলের নিয়ম কী বলছে ? দেখে নিন ৷

Etv Bharat
ফাইনালের আগে দুই অধিনায়ক (ইটিভি ভারত)

চেন্নাই, 25 মে: ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে রেমাল ৷ রবিবার বঙ্গোপসাগরের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ৷ সুদূর চেন্নাইয়ে তার প্রভাব না-থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কমবেশি থেকেই যাচ্ছে ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, চেন্নাইয়ে 20 শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ ফলে পিছিয়ে যেতে পারে টসের সময়ও ৷ শনিবারও বৃষ্টি পড়ায় অনুশীলনে নামতে পারেনি ‘শ্রেয়স অ্যান্ড কোং’ ৷

গতবছর গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ফাইনাল ম্যাচ ভেস্তে গিয়েছিল ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই ম্যাচ হয়েছিল ‘রিজার্ভ ডে’তে ৷ রবিবারও একই ঘটনা ঘটলে কী হবে ?

আইপিএলের নিয়ম কী বলছে ?

চলতি আইপিএলের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে ৷ তারমধ্যে কলকাতা নাইট রাইডার্সের দু’টি ম্যাচ ছিল ৷ রাজস্থান এবং গুজরাতের বিরুদ্ধে নাইটদের ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল ৷ যদিও প্লে-অফের ক্ষেত্রে সেই নিয়মে খানিক পরিবর্তন করেছে আইপিএল কর্তৃপক্ষ ৷ যোগ করা হয়েছে অতিরিক্ত দিনও (রিজার্ভ ডে) ৷

আরও পড়ুন

আইপিএলের নিয়ম অনুসারে, খেলা শুরু হতে দেরি হলে বা কোনও কারণে খেলা স্থগিত হলে

  • আইপিএলের লিগ পর্বের ম্যাচের জন্য ষাট মিনিট অর্থাৎ এক ঘণ্টা পর্যন্ত অতিরিক্ত সময় পাওয়া যাবে ৷
  • প্লে-অফ ম্যাচগুলির জন্য 120 মিনিট অর্থাৎ দু’ঘণ্টা অতিরিক্ত সময় পাওয়া যাবে ৷
  • বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন হলে ওভার সংখ্যা কমিয়েও ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে ৷ অন্তত 5 ওভার করে খেলা হলেও ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে ৷

রিজার্ভ ডে:

অতিরিক্ত সময়ের পাশাপাশি, অন্যান্য প্লে-অফ ম্যাচের মতো ফাইনালেও একটি রিজার্ভ দিন থাকবে ৷ রবিবার কোনও কারণে ম্যাচ ভেস্তে গেলে সোমবার ম্যাচ হবে ৷ সেক্ষেত্রে রবিবার কয়েক ওভার বা একটি দলের ইনিংস শেষ হয়ে গেলেও তা ধরা হবে না । সোমবার ফের টস করে খেলা শুরু হবে ৷

সোমবারও যদি ম্যাচ ভেস্তে যায় ?

রিজার্ভ ডে’তে ম্যাচ ভেস্তে গেলে দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ? আইপিএলের নিয়ম বলছে, এক্ষেত্রে অ্যাডভান্টেজ কলকাতা ৷ সোমবার ম্যাচ ভেস্তে গেলে লিগ টেবিলে যে দল বেশি পয়েন্ট পেয়েছিল তাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ৷ সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে কেকেআর ৷

আরও পড়ুন

Last Updated : May 26, 2024, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.