ETV Bharat / sports

মেরিনা বিচের তীরে রবিবারের সন্ধ্যেয় 'গম্ভীর' মস্তিষ্ক বনাম নির্দয় পাওয়ার হিটিং - IPL 2024 FINAL

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 8:15 PM IST

IPL Final 2024: রবিবারের সন্ধ্যায় চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ৷ ফাইনালের দ্বৈরথে কে এগিয়ে, কেই বা পিছিয়ে ? রইল তার চুলচেরা বিশ্লেষণ ৷

ETV BHARAT
আইপিএল ফাইনাল- কেকেআর বনাম এসআরএইচ (আইপিএল এক্স হ্যান্ডেল)

চেন্নাই, 26 মে: রবিবার আইপিএল ফাইনালের মেগা দ্বৈরথ ৷ একদিকে অপরাজেয় কলকাতা নাইট রাইডার্স ৷ আর তার বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদ ৷ তবে, ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে দ্বৈরথটা দুই দলের থেকেও অনেক বেশি দুই মস্তিষ্কের ৷ যার একদিকে, গৌতম গম্ভীর ৷ তাঁর ক্রিকেট মস্তিষ্ক সর্বদা প্রতিপক্ষের অধিনায়কের থেকে একধাপ আগে ভাবে ৷ যার ক্রিকেটীয় বুদ্ধির কাছে হার মানেন বিশ্বের সেরা ক্রিকেটাররা ৷ আর বিপরীত শিবিরে রয়েছেন, নিষ্ঠুর ও লক্ষ ভিড়কে চুপ করিয়ে দেওয়া প্যাট কামিন্স ৷

এই দ্বৈরথে চলতি আইপিএলে আপাতত গম্ভীর এগিয়ে রয়েছেন 2-0 স্কোরে ৷ দুই দলের লিগের প্রথম ম্যাচে কেকেআরের কাছে হেরেছিল এসআরএইচ ৷ সেই ম্যাচে কঠিন লড়াই দিয়েছিল কামিন্সের সানরাইজার্স ৷ আর দ্বিতীয়বার প্রথম কোয়ালিফায়ারে একপেশে ম্যাচ জিতেছে গৌতম গম্ভীর এবং শ্রেয়স আইয়ারের কেকেআর ৷ এবার মঞ্চটা ফাইনালের ৷ বলা হয়, যে কোনও টুর্নামেন্টের ফাইনালে অজিদের থেকে ভয়ঙ্কর কেউ হয় না ৷ তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ক্রিকেট বিশ্বকাপ জয়ী অজি মস্তিষ্কের সামনে নাইটদের 'মাথা' গৌতম গম্ভীরের বড় পরীক্ষা ৷

উল্লেখ্য, এই পুরো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চালিকা শক্তি যে প্রাক্তন নাইট অধিনায়ক, তা বলার অপেক্ষা রাখে না ৷ যেখানে অধিনায়ক শ্রেয়স আইয়ার অনেকাংশেই পিছনের সারিতে ৷ প্ল্যান এ, বি, সি যাই হোক সেটা ডাগ-আউটে বসে গুরু-গম্ভীর ঠিক করেন ৷ যা প্রয়োগ করার দায়িত্বটা পালন করে আসছে আইয়ার ৷ তাই মাঠের লড়াইয়ে প্যাট কামিন্সকে অনেক বেশি এগিয়ে রাখছে বিশেষজ্ঞদের একাংশ ৷ তবে, মস্তিষ্ক যে সবটা নয়, তা আগেও প্রমাণ হয়েছে ৷

এই মুহূর্তে দলগত ও ক্রিকেটারদের ব্যক্তিগত ছন্দ, পুরোটাই রয়েছে কেকেআরের সঙ্গে ৷ যেখানে টানা 5 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইর্ডার্স ৷ মাঝে দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে ৷ সেখানেও খাতায়-কলমে নাইটরাই এগিয়ে ছিল ৷ ব্যাট হাতে সুনীল নারিন মরশুমের শুরু থেকে ছন্দে ৷ ফিল সল্ট দেশে ফিরে যাওয়ার পর, সুনীলের সঙ্গে ওপেনিংয়ে দারুণভাবে মানিয়ে নিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ ৷ সেখানেই টুর্নামেন্টের বিজনেস এন্ডে এসে টানা কয়েক ম্যাচে ব্যর্থ ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি ৷

মিডল-অর্ডারে সানরাইর্জাসের একটা সমস্যা থাকলেও, তিন নম্বরে নেমে রাহুল ত্রিপাঠী একটা দিক সামলাচ্ছেন ৷ ফলে অনরিক ক্লাসেনের মতো পিঞ্চ-হিটার বড় শট খেলতে দ্বিধাবোধ করছেন না ৷ ঠিক তেমনি নাইটদের মিডল-অর্ডার ততটাই ভয়ঙ্কর ৷ ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং বৈভব আরোরা নাইটদের ব্যাটিংকে ভরসা দিচ্ছে ৷

বোলিংয়ে অবশ্য দুই দলই সমানে-সমানে টক্কর দিচ্ছে ৷ কেকেআরের হয়ে সুখবর মিচেল স্টার্কের ফর্মে ফেরা ৷ সঙ্গে হর্ষিত রানা, বৈভব আরোরা এবং আন্দ্রে রাসেল বোলিংয়ে নিয়মিত পারফর্ম করছেন ৷ সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর স্পিনের জোড়াফলা দূরন্ত পারফর্ম করছেন এই মরশুমে ৷ আর সানরাইজার্সের হয়ে ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, টি নটরাজন এবং জয়দেব উনাদকটদের পেস আক্রমণ টুর্নামেন্টের সেরা ৷ সঙ্গে নীতীশ রেড্ডির লেগস্পিন ৷ সব মিলিয়ে দুই দলের বোলিং ফাইনালের সেরা আকর্ষণ হতে চলেছে ৷

চেন্নাইয়ের মাঠে আইপিএল ফাইনাল, আর পিচ নিয়ে কথা হবে না, তা হতে পারে না ৷ এখনও পর্যন্ত চেন্নাইয়ের মাঠে যেক’টি ফাইনাল হয়েছে, সবক’টিতে রানের ফুলঝুরি ছুটেছে ৷ যতই চিপকের পিচ মরশুমের বাকি সময়ে স্পিনারদের সাহায্য করুক না কেন ৷ ফাইনালে অন্য চিপককে দেখা গিয়েছে প্রতিবার ৷ এবারেও তার অন্যথা হবে না, বলেই মনে করছে ক্রিকেটের হুজ-হুরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.