ETV Bharat / state

Congress Lost in Baharampur : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া কংগ্রেসের

author img

By

Published : Mar 2, 2022, 4:20 PM IST

মুর্শিদাবাদের বহরমপুরকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর গড় বলা হয় ৷ কিন্তু সেখানে এবার পৌরসভা নির্বাচনে জিতল তৃণমূল (TMC Wins in Baharampur Municipality) ৷ কংগ্রেস পেল মাত্র 6টি আসন (After Three Decades Congress Lost in Baharampur Municipality) ৷ মুর্শিদাবাদের অন্য পৌরসভাগুলিতেও জিতেছে তৃণমূল ৷

after-three-decades-congress-lost-in-baharampur-municipality
Congress Lost in Baharampur : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া কংগ্রেসের

বহরমপুর, 2 মার্চ : তিনদশক পর বহরমপুর পৌরসভা হাতছাড়া হল কংগ্রেসের (After Three Decades Congress Lost in Baharampur Municipality)। নিজের গড়ই ধরে রাখতে পারলেন না লোকসভায় কংগ্রেসের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। 28 ওয়ার্ডের পৌরসভায় 22 আসনই গেল তৃণমূলের ঝুলিতে । মাত্র 6টি ওয়ার্ডে জিতল কংগ্রেস ৷ তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) উন্নয়নের প্রতি আস্থা রেখে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে ৷ কংগ্রেসের অভিযোগ, প্রহসনের আর ভোট লুঠের নির্বাচনে যা ফল হওয়ার সেটাই হয়েছে ।

1990 থেকে গত পৌরসভা নির্বাচন পর্যন্ত 'রবিনহুড' ইমেজ নিয়ে মুর্শিদাবাদ শাসন করে এসেছেন কংগ্রেসের অধীর চৌধুরী । এমনকি বহরমপুর পৌরসভায় বিরোধীশূন্য করার হ্যাটট্রিক করেছে কংগ্রেস ৷ গত পৌর নির্বাচনেও বহরমপুর ছিল কংগ্রেসের দখলে । যদিও বছর ঘুরতেই দলবদলের সমীকরণে পৌরসভায় দায়িত্ব আসে তৃণমূলের দখলে (TMC Wins in Baharampur Municipality) ।

এবার মনোনয়ন জমার শেষ দিন থেকে মুর্শিদাবাদে মাটি কামড়ে প্রচার চালিয়েছেন অধীর চৌধুরী । কিন্তু ফলের নিরিখে এবার তাঁর শহরেই সবুজ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস । শুধু বহরমপুর নয়, জেলার সাতটি পৌরসভাতেই দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস ৷

অন্যদিকে গেরুয়া শিবির গত বিধানসভা নির্বাচনে বহরমপুর আসনটি দখল করলেও পৌরভোটে নিজের 25 নম্বর ওয়ার্ডেই পরাজিত বহরমপুরের বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র । বিধানসভা নির্বাচনে বহরমপুর পৌরসভায় এগিয়ে থাকলেও খাতা খুলতে পারল না বিজেপি ।

যদিও বিরোধীরা একযোগে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন । জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ‘‘নির্বাচনের নামে প্রহসন হয়েছে । লুঠ হয়েছে মানুষের গণতান্ত্রিক অধিকার ।’’ বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, ‘‘পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে পৌরসভা দখল করেছে তৃণমূল । এই জয় মানুষের সমর্থনে নয় ।’’

বহরমপুর পৌরসভা নির্বাচনের দায়িত্ব ছিল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের উপর ৷ তিনি বলেন, ‘‘এই জয়, উন্নয়নের জয় । মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের জয় ।’’

আরও পড়ুন : Bengal Civic Polls Result 2022: তৃণমূল ছাড়া অন্য কাউকে ভরসাই করছে না মানুষ, মন্তব্য ফিরহাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.