ETV Bharat / state

Salim Slams Abhishek: পাদুকাও রাখতে পারত ! 'ইন্ডিয়া'র বৈঠকে অভিষেকের চেয়ার ফাঁকা প্রসঙ্গে খোঁচা সেলিমের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 7:56 PM IST

Updated : Sep 13, 2023, 8:14 PM IST

ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই ইডির কাছে হাজিরা দিতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর পাশে থাকতে এদিনই ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চেয়ার ফাঁকা রাখার কথা জানিয়েছিলেন সঞ্জয় রাউত ৷ সেই প্রসঙ্গেই অভিষেককে কটাক্ষ করলেন মহম্মদ সেলিম ৷

ETV Bharat
সেলিম ও অভিষেক

কলকাতা, 13 সেপ্টেম্বর: অভিষেকের চেয়ার ফাঁকা রাখা থাকবে 'ইন্ডিয়া'র বৈঠকে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি তলব নিয়ে বুধবার সরব হন শিবসেনা নেতা সঞ্জয় রাউত । সেই প্রসঙ্গেই এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "খালি রাখলেন কেন ? পাদুকাও রাখতে পারতেন । রামায়ণে বনবাসে গেলে পাদুকা রাখা হত ।" দু'দিনের রাজ্য কমিটির বৈঠক শেষে আজ সাংবাদিক বৈঠক ডাকেন মহঃ সেলিম । সেখানে একাধিক প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন ।

তবে, চুরি দুর্নীতি ইস্যুতে অভিষেকের যদি ফাঁসির সাজা হয়, তাহলে তিনি প্রথম বিরোধিতা করবেন বলে জানিয়েছেন । এই প্রসঙ্গে মহঃ সেলিমের বক্তব্য, "চুরি দুর্নীতির মামলা হয়েছে । তবে, এই অপরাধে ফাঁসি হবে না । এরকম কোনও আইন নেই । ফাঁসির হুকুম হলে আমি প্রথম বিরোধিতা করব ।"

আজকে ইডি দফতরে হাজিরা দেওয়া প্রসঙ্গে অভিষেককে বাঘের বাচ্চা বলেছেন ফিরহাদ হাকিম । সেই প্রসঙ্গে সেলিম বলেন, "চিড়িয়াখানার ধারে থাকেন । কিন্তু, চিড়িয়াখানায় প্রসব হননি । মানুষের বাচ্চা বলে জানি । ভয় পেয়েছে প্রমাণিত । বাঘা বাঘা উকিলের কাছে গিয়েছেন । আজ পর্যন্ত কোনও বাঘের বাচ্চা উকিলের কাছে যায়নি । তাহলে কেন পিসির রক্ষা কবজ, এর রক্ষাকবচ লাগল ? তদন্ত হোক । দোষী প্রমাণিত হলে আইন মোতাবেক শাস্তি হোক । কোনও উকিল ধরে কাজ হবে না । সে উকিল রাজনীতির লোক হোক, কর্পোরেট উকিল হোক ।"

লিপস্ অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও প্রসঙ্গে সেলিমের বক্তব্য, "হলফনামায় বলেছেন আগে সিইও ছিলাম, এখন নয় । উনি পিসির মতই মিথ্যে কথা বলেন । আমাদের দেশে হলফনামায় মিথ্যে কথা বলেন । গ্র্যাজুয়েট নয়, অথচ গ্রাজুয়েট বলেন । বিবাহিত, অথচ বিবাহিত নয় বলেই দাবি করেন ।নেতাদের রাস্তা দেখানোর নাম করে মিথ্যাচার করা হচ্ছে । ভয় দেখাতে উকিলের চিঠি দু'বার দেওয়া হয়েছে । আমি চাই মামলা হোক । কোনও আর্থিক লেনদেন ছাড়ায় কোটি কোটি যায় দুবাই ও মরিশাসে ।"

নতুন সংসদ ভবনে বৈঠক ও কর্মীদের পোশাক প্রসঙ্গে বলেন, "সংসদ নতুন করে পাশা খেলার জায়গা হয়েছে । আর আমাদের দ্রোপদীদের বাজি ধরা হচ্ছে ।"


আরও পড়ুন : সমন্বয় বৈঠকে অভিষেকের আসন ফাঁকা রেখে পাশে থাকার বার্তা জোট শরিক শিবসেনার, চুপ বাম-কংগ্রেস

Last Updated :Sep 13, 2023, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.