ETV Bharat / state

JU Alumni Cell শূন্য ভাঁড়ারে থমকে উন্নয়ন, আর্থিক সংকট মোকাবিলায় যাদবপুরের অ্যালামনি সেল

author img

By

Published : Aug 24, 2022, 7:35 AM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয় এখন চরম অর্থনৈতিক দুরবস্থায় ৷ রাজ্য সরকারের দিক থেকেও কমেছে বরাদ্দ ৷ কেন্দ্রের সাহায্য প্রায় বন্ধের মুখে ৷ এই অবস্থায় গবেষণা-সহ অন্য সব কাজকর্ম চালিয়ে যাওয়াটা চ্যালেঞ্জের ৷ ফলে প্রাক্তনীদের দিকেই তাকিয়ে বিশ্ববিদ্যালয় (JU Alumni Cell) ৷

Jadavpur University Economical Condition
যাদবপুর বিশ্ববিদ্যালয়

কলকাতা, 24 অগস্ট: কমেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ । আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তাই এবার বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রাক্তনীদের থেকে আর্থিক সহায়তার আশায় তৈরি করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যালামনি সেল (Jadavpur University to have alumni cell to mitigate fund crunch) ।

2017-র পর থেকে ধীরে ধীরে কমেছে আর্থিক অনুদান । এরপর করোনা সংক্রমণের জেরে সেই আর্থিক অনুদানের পরিমাণ আরও হ্রাস পেয়েছে । ফলে থমকে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংরক্ষণ এবং সার্বিক পরিকাঠামোগত উন্নতির কাজও (Jadavpur University Economical Crisis) । শুধু তাই নয়, করোনাকালে একটানা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল ৷ তখন আর্থিক অনুদান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিল গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও ।

একাধিক ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং রাসায়নিক কেনা সম্ভব হয়ে ওঠেনি । সবক'টি বিভাগে একাধিক কাজ আটকে রয়েছে । গ্রন্থাগারেও প্রয়োজনীয় অনেক বই আনা যাচ্ছে না । বিশ্ববিদ্যালয়ের সংস্কার ভাঁড়ার প্রায় শূন্য । রাজ্য সরকার যে আর্থিক অনুদান দেয় তার থেকেই চলে মেন্টেনেন্স ফান্ড । গত দু-তিন বছর মেন্টেনেন্স খাতের টাকার অনেকটাই কমেছে । অন্যদিকে কেন্দ্রের আর্থিক সাহায্যও প্রায় বন্ধ হওয়ার মুখে ।

আরও পড়ুন: দশহাজার টাকা করে বাড়ল ক্লাব পিছু অনুদান, নেতাজি ইন্ডোরে উদারহস্ত মমতা

এগজিকিউটিভ কমিটির এক সদস্য বলেন, "অ্যালামনি সেল বা প্রক্তনীদের সেল তৈরির একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এক অর্থবর্ষে বেতন ছাড়া বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজের জন্য খরচ হয় প্রায় 55 কোটি টাকা । তবে গতবছর এই টাকার অঙ্ক কমিয়ে 23 কোটি টাকা দেওয়া হয়েছে । এই টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে । কেন্দ্র এবং রাজ্য সরকারের অর্থ বরাদ্দ কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে বড় ধরনের ধাক্কা লেগেছে ।"

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রবীন্দ্রনাথ নন্দী ল্যাবের উন্নতির জন্য প্রায় 51 লক্ষ টাকা তুলে দিয়েছেন কর্তৃপক্ষের হাতে । পাশাপাশি ওই বিভাগের কয়েকজন প্রাক্তনী ল্যাব সংস্কারের জন্য অর্থ পাঠিয়েছেন । অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনীরা একটি কম্পিউটার ল্যাব তৈরির জন্য প্রায় 10 লক্ষ টাকা দিয়েছে ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, "বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্রক্তনীদের নিয়ে তৈরি করা হবে এই সেল । একদিকে এখানে প্রাক্তনীদের সঙ্গে ফের যোগাযোগ করা যাবে ৷ অন্যদিকে তাঁরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির জন্য আর্থিক অনুদানও পাঠাতে পারবেন ।"

আরও পড়ুন: জনগণের ট্যাক্সের টাকায় ঘুষ দেওয়ার অধিকার কে দিয়েছে, দুর্গাপুজোর অনুদান নিয়ে কটাক্ষ দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.