ETV Bharat / state

Govt Employee Beaten Up: অভিষেকের সভা চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীকে মারধরের অভিযোগ

author img

By

Published : Mar 29, 2023, 7:49 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের ধরনা স্থলে এক সরকারি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে (Govt Employee Beaten Up)৷
Govt Employee Beaten Up ETV Bharat
সরকারি কর্মীকে মারধরের অভিযোগ

কলকাতা, 29 মার্চ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন সরকারি কর্মীদের ধরনা মঞ্চের এক আন্দোলনকারীকে বেধড়ক মারধরের অভিযোগ তুলল সংগ্রামী যৌথ মঞ্চ । তাঁদের অভিযোগ, এক আন্দোলনকারী শৌচালয়ে গিয়েছিলেন । সেই সময় তাঁর দিকে বেশ কয়েকজন এগিয়ে আসেন । এমনকী তাঁর গায়ে লাগানো সংগ্রামী যৌথ মঞ্চের যে স্টিকার ছিল, তাও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ।

জানা গিয়েছে, জেলার একটি স্কুলের ভূগোলের শিক্ষক মিন্টু পাইক । তিনি আজ উপস্থিত ছিলেন সরকারি কর্মীদের ধরনা মঞ্চে । অন্যদিকে, আজ শহিদ মিনারের মহাসমাবেশের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হাইকোর্টের নির্দেশ মেনে হয় ওই সমাবেশ । তবে তার মধ্যে থেকে অভিযোগ উঠে আসে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ।

এ দিন ওই মঞ্চের রাজ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আদালতের নিষেধ ছিল না, তাও আমরা তাঁদের স্বার্থে আমাদের মাইক বন্ধ রেখেছিলাম । তার প্রতিদান পেয়েছি । আমাদের কর্মীদের মারধর করা হয়েছে । মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে । পুলিশ চুপ করে দাঁড়িয়ে দেখেছে ।"

বর্তমানে ওই ব্যক্তি ভর্তি আছেন এসএসকেএম হাসপাতালে । তাঁর মেডিক্যাল রিপোর্ট দেখেই ময়দান থানায় তাঁরা অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন । এমনকী আদালতেও যাবেন বলে জানিয়েছেন তাঁরা ।

আরও পড়ুন: আদিবাসীদের মানহানি নিয়ে শুভেন্দুর পদ খারিজে মামলা দায়েরের নির্দেশ অভিষেকের

আগামিকাল বিশাল মিছিল হবে । হাওড়া এবং শিয়ালদহ থেকে শুরু হবে এই মিছিল । তাঁরা সকলে যোগ দেবেন সংগ্রামী যৌথ মঞ্চের সমাবেশে । বেলা 12টা থেকে শুরু হবে সেই মিছিল । সেখানে আসবেন মহম্মদ সেলিম থেকে শুরু করে শুভেন্দু অধিকারী । অন্যদিকে, আগামী 10 এবং 11 তারিখ যন্তর মন্তরের সামনে ধর্নায় বসবেন তাঁরা ।

অন্যদিকে, এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন শহিদ মিনারে । অভিষেকের সভা থেকে ধরনা মঞ্চের দূরত্ব ছিল 100 মিটারের । তাই হাইকোর্টের পক্ষ থেকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল । কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সভা এলাকার প্রবেশদ্বার এবং প্রস্থানদ্বার-সহ সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলতে বলা হয়েছিল ৷ পুরো সভার ভিডিয়োগ্রাফি করতে বলা হয় । পাশাপাশি সভায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয় পুলিশকে । দ্বিস্তরীয় ব্যারিকেড ও বাঁশের পাশাপাশি টিন দিয়েও সভাস্থল মুড়ে রাখতে বলা হয় । ওই সভা থেকে কোনওরকম উস্কানিমূলক কোনও মন্তব্য করতে নিষেধ করা হয়েছিল । সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকার ব্যারিকেড খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.