ETV Bharat / state

Abhishek to Sue Suvendu: আদিবাসীদের মানহানি নিয়ে শুভেন্দুর পদ খারিজে মামলা দায়েরের নির্দেশ অভিষেকের

author img

By

Published : Mar 29, 2023, 5:51 PM IST

Updated : Mar 29, 2023, 6:06 PM IST

রাহুল গান্ধিকে নিয়ে দেওয়া সুরাত আদালতের রায়কে (Surat Court Verdict on Rahul Gandhi) হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ৷ বুধবার শহিদ মিনারের সভা থেকে তিনি এই নির্দেশ দেন ৷

Abhishek to Sue Suvendu
Abhishek to Sue Suvendu

আদিবাসীদের মানহানি নিয়ে শুভেন্দুর পদ খারিজে মামলা দায়েরের নির্দেশ অভিষেকের

কলকাতা, 29 মার্চ: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দু’বছরের সাজা হয়েছে রাহুল গান্ধির ৷ গুজরাতের সুরাত আদালত তাঁকে সাজা দিয়েছে ৷ সুরাত আদালতের সেই রায়কে হাতিয়ার করে এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ময়দানে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ শুভেন্দুর বিরুদ্ধে আদিবাসীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য়ের যে অভিযোগ উঠেছিল, সেই নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee to Sue Suvendu Adhikari) ৷

বুধবার কলকাতার শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের তরফে এক সভার আয়োজন করা হয়েছিল (TMCP Rally at Shahid Minar) ৷ সেই সভার প্রধান বক্তা ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ওই সভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরব হন (Abhishek Slams Modi Government) ৷ সেই সূত্রেই রাহুল গান্ধির সাজাপ্রাপ্তি ও সাংসদ পদ খারিজের প্রসঙ্গ টানেন ৷ রাহুলের মন্তব্যকে সমর্থন করেন না বলেও স্পষ্ট করে দেন তিনি ৷

তবে তিনি প্রশ্ন তোলেন, সমাজের একটি অংশের মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য যদি রাহুল গান্ধির সাজা হয়, তাহলে শুভেন্দু অধিকারীর কেন সাজা হবে না ? অভিষেকের দাবি, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও আদিবাসীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী ৷ বলেছিলেন, তাঁরা (আদিবাসীরা) তাঁর (শুভেন্দু) জুতোর তলায় থাকেন ৷ তাই এই নিয়ে শুভেন্দুরও সাজা হওয়া উচিত বলে মনে করেন অভিষেক ৷

মঞ্চ থেকেই অভিষেক দলের লিগাল সেলকে নির্দেশ দেন যে এই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করতে ৷ সুরাত আদালতের রায়কে সামনে রেখেই মামলা দায়ের করতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ৷ এই মামলা দায়েরের জন্য দলের নেতাদের সময়সীমাও বেঁধে দিয়েছেন অভিষেক ৷ জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই পিটিশন দায়ের করতে হবে বলে তিনি নির্দেশ দিয়েছেন দলের লিগাল সেলকে ৷ এখন আদালত এই নিয়ে কী বলে, সেটাই দেখতে চান তিনি ৷

অন্যদিকে রাহুলের মন্তব্যকে সমর্থন না করলেও কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কংগ্রেসের ওই নেতার সাংসদ পদ খারিজ করেছে, তার প্রতিবাদ করেছেন অভিষেক ৷ জানিয়েছেন, শুধু রাহুল নন, অন্য কারও সঙ্গেও এমন অন্যায় হলে তিনি প্রতিবাদ করতেন ৷

আরও পড়ুুন: আগামিদিনে দিল্লিতেও আন্দোলন করব, কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি অভিষেকের

Last Updated : Mar 29, 2023, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.