ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী মোদিকে হত্যার হুমকি ফোন এনআইএ কার্যালয়ে ! তদন্তে সাইবার অপরাধ শাখা - PM Narendra Modi Life Threat

author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 11:34 AM IST

Updated : May 23, 2024, 11:58 AM IST

Life Threat to PM Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার হুমকি ফোন এল খোদ এনআইএ-র কন্ট্রোল রুমে ৷ মে মাসের প্রথম থেকে দেশের বিভিন্ন রাজ্যে বোমা হুমকির মেল পাঠানো হয় ৷

PM Narendra Modi Life Threat Ph call
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে ফোন (ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল)

চেন্নাই, 23 মে: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেরে ফেলার হুমকি ফোন পেল এনআইএ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর চেন্নাইয়ের পুরশৈবকমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ-র কার্যালয়ে এই ফোন আসে ৷ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি এনআইএ-র কন্ট্রোল রুমে ফোন করে হিন্দি ভাষায় প্রধানমন্ত্রীকে খুন করার হুমকি দেয় ৷

এনআইএ আধিকারিকরা সঙ্গে সঙ্গে চেন্নাই পুলিশে খবর দেয় ৷ যে নম্বর থেকে ফোন এসেছিল, সেই নম্বরটিও পুলিশকে দেওয়া হয়েছে ৷ চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে ৷ কোথা থেকে এই ফোন এসেছিল ? ফোন করতে কোন সিম কার্ড ব্যবহার করা হয়েছে ? সাইবার ক্রাইম পুলিশ এই তথ্যগুলির সন্ধান করছে ৷ এর আগে বধুবার বিকেল 3.30 মিনিট নাগাদ দিল্লির নর্থ ব্লকে বোমা হুমকির মেল আসে ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কার্যালয় রয়েছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কুকুরের স্কোয়াড, বম্ব স্কোয়াড ৷ তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিছু পাওয়া যায়নি ৷ পরে এই মেলকে ভুয়ো মেল বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

আরও পড়ুন: দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে

এই মাসের প্রথম থেকে দিল্লি, রাজস্থানের জয়পুরে, গুজরাতের একাধিক স্কুলে বোমা হুমকির মেল আসে ৷ 1 মে সকালে দিল্লির প্রায় 100টি স্কুলে বোমার হুমকি ই-মেল পাঠানো হয় ৷ পরে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, ভুয়ো হুমকি মেল পাঠানো হয়েছে ৷ এর একদিন পরেই দিল্লির বাইরের নাংলোই এলাকায় একটি বোমা রাখা আছে বলে মেল পাঠায় এক কিশোর ৷ এরপর 6 মে গুজরাতের 6টি স্কুলে বোমার হুমকি মেল পাঠানো হয় ৷ এর পরদিনই গুজরাতে লোকসভা নির্বাচন ছিল ৷ স্বভাবত ভোটের আগে এমন মেলে চাঞ্চল্য ছড়ায় ৷ 12 মে দিল্লির একাধিক হাসপাতাল এবং ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হল মেল মারফত ৷

আরও পড়ুন:

  1. জয়পুরের স্কুলে হুমকি ইমেলে বোমাতঙ্ক, চলছে তল্লাশি
  2. দু’দিনের মাথায় ফের ই-মেলে নাশকতার হুমকি দিল্লির 4 হাসপাতালে
Last Updated : May 23, 2024, 11:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.