ETV Bharat / state

Amherst Street PS Incident: থানায় পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে বিজেপি, আজই শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 12:28 PM IST

ETV Bharat
কলকাতা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মামলা

বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্য মৃত্যু হয়েছে ব্যবসায়ী অশোক কুমার সাউয়ের ৷ চোরাই মোবাইল কেনার অভিযোগে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল ৷ জিজ্ঞাসাবাদ চলাকালীন থানাতেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷

কলকাতা, 16 নভেম্বর: থানায় ব্যবসায়ীর রহস্য মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় ৷ বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেয়াল এই অভিযোগে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন ৷ প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আজই মামলাটির শুনানি হতে পারে ৷

আইনজীবীর অভিযোগ, মৃত ব্যবসায়ী অশোক কুমার সাউয়ের পরিবারের সদস্যরা থানায় সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও তাদের সেই ফুটেজ দেখতে দেওয়া হয়নি ৷ এর পাশাপাশি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল মৃতদেহের ময়নাতদন্ত এইমসে করার এবং তার ভিডিয়োগ্রাফি করার আর্জি জানিয়েছেন ৷

বুধবার চোরাই মোবাইল ফোন কেনার অভিযোগে ব্যবসায়ী অশোক কুমার সাউকে আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠানো হয় ৷ জানা গিয়েছে, ব্যবসায়ী যে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সেটি চুরির ৷ এই ফোনটি তিনি 200 টাকা দিয়ে কিনেছিলেন ৷ এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁকে তলব করে ৷

লালবাজার সূত্রের খবর, 5টা 43 মিনিটে তিনি আমহার্স্ট স্ট্রিট থানায় ঢোকেন ৷ এর খানিক পরেই তিনি থানার বাইরে বেরিয়ে কাউকে ফোন করেছিলেন ৷ তারপর আবার থানায় ঢোকেন ৷ সন্ধ্যা 6টা 8মিনিটে তাঁকে থানার কর্তব্যরত অফিসারের সঙ্গে কথা বলতে দেখা যায় ৷ এর পরেই 6টা 10মিনিটে তাঁকে অসুস্থ অবস্থায় ওই অফিসারের ঘর থেকে বের করে আনা হয় ৷ তবে তিনি কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি ৷ পরে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানা যায় ৷

এরপর পরিবারের সদস্যরা অভিযোগ করে, পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে মারধর করেছে ৷ তাই অশোককুমারের মৃত্যু হয়েছে ৷ এর প্রতিবাদে রাতেই আমহার্স্ট স্ট্রিট থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ৷ ধুন্ধুমার বেঁধে যায় কলেজস্ট্রিট চত্বরে ৷ ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । তবে পরিবারের দাবি, সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও পুলিশ তাদের তা দেখায়নি ৷ এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছে মৃতের পরিবার ৷

আরও পড়ুন:

  1. জিজ্ঞাসাবাদের মাঝে ব্যবসায়ীর রহস্য মৃত্যু, কাঠগড়ায় আমহার্স্ট স্ট্রিট থানা
  2. বটতলা থেকে সিঁথি- থানার লকআপে রহস্য-মৃত্যুতে বারবার অস্বস্তিতে লালবাজার
  3. থানায় ব্যবসায়ীর রহস্য-মৃত্যু, পুলিশ কর্মীদের নামের তালিকা তৈরি করল লালবাজার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.