কলকাতা, 21 মে: প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে ভোট নেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বেলেঘাটার 85 নম্বর ওয়ার্ড এলাকা। অভিযোগ স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা করা হয়েছে বিজেপি কর্মীদের উপর। বাদ পড়েননি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও। বিজেপির অভিযোগ, তাপস রায়ের উপরেও হামলা চালানো হয়েছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উত্তর কলকাতার নির্বাচন আগামী 1 জুন শেষ দফায়। আর তার আগেই নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে উত্তপ্ত পরিস্থিতি। যার সাক্ষী রইল বেলেঘাটা চত্বর। দুই পক্ষের হাতাহাতিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ স্থানীয় বেলেঘাটা থানা থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
এবারে নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন নিয়ম অনুযায়ী, প্রবীণ নাগরিকদের বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। অভিযোগ, নির্বাচন কমিশনের তরফ থেকে ওই এলাকার দু'জন নাগরিকদের বাড়িতে যাওয়া হয়েছিল। অভিযোগ সেই সময় তাদেরকে বাধা দেয় তৃণমূল। যদিও সেই তৃণমূলের কর্মী কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরপর শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্য-বিনিময়। এরপরেই তা বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রূপান্তরিত হয়। বিজেপির অভিযোগ, তাদের এক কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।
পাশাপাশি তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে । ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি না-হয় তার জন্য অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ।
আরও পড়ুন