ETV Bharat / state

Accident in Hooghly: শহিদ দিবসে হুগলিতে জোড়া দুর্ঘটনা, আহত 7

author img

By

Published : Jul 21, 2022, 10:24 PM IST

Hooghly accident
শহিদ দিবসে হুগলিতে জোড়া দুর্ঘটনা

দু'টি পৃথক দুর্ঘটনার জেরে হুগলিতে আহত সাত ৷ এর মধ্যে একটি হুগলির গুড়াপে ও অন্য দুর্ঘটনাটি ডানকুনি স্টেশনে ঘটেছে(Accident in Hooghly)৷

হুগলি, 21 জুলাই: ধর্মতলায় শহিদ দিবসে যাওয়ার ও আসার পথে হুগলিতে দুটি পৃথক দুর্ঘটনায় আহত সাতজন(seven injured in two separate accidents in hooghly)। তাদের সকলকেই হাসপাতালে পাঠানো হয়েছে । ধর্মতলা একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে হুগলির গুড়াপে পথ দুর্ঘটনায় কবলে পড়ে দুটি গাড়ি । দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের উপরে একটি উইঙ্গার গাড়ি ও বাসের সঙ্গে ধাক্কায় আহত ছয়জন । উইঙ্গার গাড়িটি ধর্মতলায় সভা শেষ করে বাঁকুড়ার রানিবাঁধ ফিরছিল । সেই সময় গাড়ির এক্সেল কেটে যাওয়ায় হঠাৎ রাস্তার উপর দাঁড়িয়ে পড়ে সেটি । তার ঠিক পিছনে থাকা বীরভূমের ইলামবাজারের অপর তৃণমূল কর্মীদের একটি বাস গাড়িটিতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই আহত হন ছ'জন । যার মধ্যে দু'জনের অবস্থা গুরুতর ৷ সকলকেই বর্ধমান হাসপাতালে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন : স্তব্ধ সিটি অফ জয় ! সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের একুশে, দাবি তৃণমূলের

খবর পেয়ে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন । হুগলি গ্রামীণের গুড়াপ থানার পুলিশের সহযোগিতায় তৃণমূল কর্মীদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা । আহতদের একটি গাড়ি করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয় ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানো হয় ।

অপর পথ দুর্ঘটনাটি ঘটে ডানকুনিতে । ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে আহত হন এক যাত্রী । ডাউন বর্ধমান কর্ড লাইন লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে যান মধ্যবয়সী ওই যাত্রী । জিআরপি তাঁকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে ।

আরও পড়ুন : একুশের সমাবেশে অঝরে বৃষ্টি, মমতা মঞ্চে উঠতেই রোদ ঝলমলে সভা চত্বর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.