TMC 21st July Rain: একুশের সমাবেশে অঝরে বৃষ্টি, মমতা মঞ্চে উঠতেই রোদ ঝলমলে সভা চত্বর

By

Published : Jul 21, 2022, 8:31 PM IST

thumbnail

তৃণমূলের একুশের সমাবেশ, আর বৃষ্টি হবে না ! তা হতে পারে না (Rain in TMC 21st July Rally) ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় ৷ এই পরিস্থিতিতে সমাবেশে উপস্থিত অনেক মানুষ চলে যেতে শুরু করেন ৷ একটা সময় ডরিনা ক্রসিং সংলগ্ন চত্বর থেকে শুরু করে মূল মঞ্চের আশপাশ কিছুটা ফাঁকা হয়ে যায় ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে পৌঁছাতেই বৃষ্টি থেমে যায় ৷ আর মানুষজনও ফিরে আসেন তাঁদের প্রিয় নেত্রীকে দেখতে, তাঁর বক্তব্য শুনতে ৷ বিশেষ করে মূল মঞ্চে তাঁর প্রবেশের কথা ঘোষণা হতেই, সভাস্থলে ফিরতে শুরু করে লোকজন ৷ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠতেই ঝলমলে রোদ ওঠে ধর্মতলা চত্বরে ৷ ফলে বৃষ্টি তৃণমূলের শহিদ সমাবেশকে ফ্লপ শো করতে পারেনি, অন্তত মুখ্য়মন্ত্রী তেমনটাই সভামঞ্চ থেকে জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.