ETV Bharat / bharat

দেশে বিজেপির স্বৈরাচার মেনে নেওয়া যায় না: কেজরিওয়াল - Lok Sabha Eelction 2024

author img

By PTI

Published : May 17, 2024, 8:37 PM IST

Lok Sabha Eelction 2024: অরবিন্দ কেজরিওয়াল তাঁর দলের পঞ্জাব নেতৃত্বকে চলতি লোকসভা নির্বাচনে ন্যনূতম আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন ৷ সেই সঙ্গে দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ করলেন আপ সুপ্রিমো ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল ৷ (ফাইল চিত্র)

অমৃতসর, 17 মে: অমৃতসরে আম আদমি পার্টির দলীয় সভায় বিজেপিকে নিশানা অরবিন্দ কেজরিওয়ালের ৷ শুক্রবারের সেই সভায় বিজেপিকে 'স্বৈরতান্ত্রিক' দল হিসেবে উল্লেখ করেন তিনি ৷ আপ সুপ্রিমো বলেন, "দেশ জুড়ে বিজেপি যে স্বৈরাচার চালাচ্ছে, তা কখনওই বরদাস্ত করা যায় না ৷ দেশ গত 75 বছরে এমন পরিস্থিতি কখনও দেখেনি ৷"

পঞ্জাবে আপের কর্মী, নেতা এবং বিধায়কদের নিয়ে সভা করেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ৷ সেই সভা থেকে কেজরিওয়াল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এই লোকসভা নির্বাচনে পঞ্জাব থেকে তাঁর দলের তেরোজন সাংসদ চাই ৷ বিজেপির বিরুদ্ধে বিরোধী দলের সব নেতাদের জবরদস্তি জেলে পাঠানোর অভিযোগ করেছেন আপ সুপ্রিমো ৷ এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন ৷

কেজরিওয়াল বলেন, "আমাদের দেশে যে একনায়কতন্ত্র চলছে, তা কখনওই মেনে নেওয়া যায় না ৷ বিগত 75 বছরে ভারতবাসী এমন খারাপ পরিস্থিতি দেখেনি ৷ বিরোধী নেতাদের জেলে ভরে দেওয়া হচ্ছে ৷" এমনকি রাশিয়ার সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "ঠিক যেমন রাশিয়ায় পুতিন তাঁর বিরোধীদের নয় জেলে ভরে দেন ৷ আর তা না হলে, মেরে ফেলেন এবং তারপর নির্বাচনের আয়োজন করে 87 শতাংশ ভোটে জিতে যান ৷ স্বাভাবিকভাবে আপনার উলটোদিকে কোনও প্রতিপক্ষ না থাকলে, আপনি একতরফা ভাবে জিতবেন ৷"

এ প্রসঙ্গে কেজরিওয়াল নিজের এবং তাঁর মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জেলে পাঠানোর প্রসঙ্গ টেনে আনেন ৷ এমনকি ঠিক নির্বাচনের আগে আয়কর বিভাগকে দিয়ে কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ করেন ৷ সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহারের অভিযোগ করেছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তামিলনাড়ুর এক মন্ত্রীকেও গ্রেফতার করানোর অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, "সবাইকে জেলে ভরে দিচ্ছে ৷ তারপর মাত্র একটি দল ও একজন নেতা রয়ে যাবেন ৷ কিন্তু, সেই সঙ্গে গণতন্ত্রের হত্যা হবে ৷" এদিন অমৃতসরের আপ প্রার্থী কুলদীপ সিং ধালিওয়ালের হয়ে রোড-শো করেন কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

  1. চড়-লাথি মেরেছেন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব, দিল্লি পুলিশকে জানিয়েছেন স্বাতী মালিওয়াল
  2. বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
  3. মোদির প্রধানমন্ত্রীত্বে বাধা হবে না বিজেপির সংবিধান, কেজরির দাবি উড়িয়ে মন্তব্য শাহর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.