ETV Bharat / city

TMC 21 July Rally: স্তব্ধ সিটি অফ জয় ! সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের একুশে, দাবি তৃণমূলের

author img

By

Published : Jul 21, 2022, 8:02 PM IST

Updated : Jul 21, 2022, 8:55 PM IST

আরও একটা একুশে জুলাইয়ের সাক্ষী থাকল কলকাতা ৷ স্তব্ধ হল সিটি অফ জয় (Kolkata paralysed)৷ তৃণমূলের দাবি, এ বার সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে ৷ তবে পুলিশ বলছে এ দিন প্রায় 4 থেকে 4.5 লাখ মানুষের জমায়েত হয় ধর্মতলা চত্বরে ৷

Kolkata paralysed on TMC's Martyrs' Day celebration
স্তব্ধ সিটি অফ জয় ! সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এবারের একুশে, দাবি তৃণমূলের

কলকাতা, 21 জুলাই: করোনার কারণে গত 2 বছর এই দিনে অচেনা ছিল মহানগরী ৷ পরিচিত ছবির দেখা মিলবে এ বার, এই আশায় অনেকদিন আগে থেকেই শহিদ দিবস পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস (TMC 21 July Rally)৷ এরই মাঝে এসেছে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ফের একুশে জুলাইয়ের সভাকে ভার্চুয়াল করার দাবিতে জনস্বার্থ মামলা ৷ শাসক দলের ক্ষমতা প্রদর্শনের তোরজোড়কে ঘেঁটে দিতে বিজেপির 'উলুবেড়িয়া চলো'র কর্মসুচির পাল্টা চালও ধোপে টেকেনি ৷ দিন দুয়েক আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসে-ট্রেনে এসে কলকাতায় পাড়ি জমান ঘাস-ফুলের কর্মী সমর্থকরা ৷ জুলাইতেই যেন শহরে শারদীয়ার উৎসবের আমেজ ৷

নিরাপত্তার ঘেরাটোপ, শুনশান রাস্তাঘাট, বাস-অটোর আকাল, একদিন আগে থেকে শহরের এমন নানা ছবিই আভাসটা দিয়ে রেখেছিল ৷ দুর্ভোগ এড়াতে বিভিন্ন স্কুল একদিনের জন্য অনলাইন ক্লাসেরও আগাম ঘোষণা করে দেয় ৷ সেই ভাবনা যে একেবারে অমূলক ছিল না, তা স্পষ্ট হয়ে গেল গুরুবারের সকাল থেকেই ৷ শিয়ালদা থেকে হাওড়া রেলস্টেশন, ফেরিঘাট, সড়কপথ - কান পাতলে ভেসে এসেছে "খেলা হবে ৷" খিচুড়ি, ডিম ভাতে ছিল ভুড়িভোজের আয়োজন ৷ উৎসবের মেজাজে ধর্মতলামুখী হয়েছে মানুষ ৷ তবে দূরের জেলা থেকে কলকাতায় আসা - রথ দেখা আর কলা বেচা দুইই সারতে অনেকেই সাতসকালে ঢুঁ মেরেছেন আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, ইকো পার্কে ৷ ব্যস্ত রাস্তায় তখন বাসগুলিতে বাঁদুড়ঝোলা ভিড় ৷ দুর্ভোগে নাকাল অফিসযাত্রীরা ৷ তবে উৎসাহে কোনও খামতি ছিল না তৃণমূলের কর্মী-সমর্থকদের ৷ দলে দলে ধর্মতলার পথ ধরেন কাতারে কাতারে মানুষ (TMC's Martyrs' Day)৷

বেলা সাড়ে এগারোটার মধ্যে জনস্রোত আছড়ে পড়ে ৷ তিল ধারণের জায়গা ছিল না ৷ একে একে বক্তব্য রাখতে শুরু করেন তৃণমূলের হেভিওয়েট নেতারা (Mamata Banerjee on TMC 21 July Rally)৷ একুশে জুলাইয়ের পারদ চড়তে শুরু করে ফিরহাদ হাকিম, বীরবাহা হাঁসদা, সুব্রত বক্সি, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ৷ উন্মাদনা আরও বাড়িয়ে দেয় ইন্দ্রনীল সেনের মুখে মা মাটি মানুষের গান ৷ অধীর অপেক্ষায় থাকা আবালবৃদ্ধবনিতাকে আরও চাঙ্গা করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগাগোড়া বৃষ্টিতে ভিজে চাঁছাছোলা মন্তব্যে বিদ্ধ করেছেন বিরোধীদের ৷ বৃষ্টি মাথায় নিয়েই ঠিক বেলা 12.52তে মঞ্চে প্রবেশ ঘটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ আর সঙ্গে সঙ্গে মঞ্চে নচিকেতার দরাজ কণ্ঠে, তুমি আসবে বলেই...৷

আরও পড়ুন: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

যাঁর বার্তা পেতে এত কর্মকাণ্ড, এত অপেক্ষা, এত আয়োজন, তিনি শুরু থেকেই স্বমহিমায় ৷ দেশ পেয়েছে ইন্দিরা গান্ধি, জে জয়ললিতা-সহ আরও বেশ কয়েকজন জননেত্রীকে ৷ তবে রাজনৈতিক মহলের দাবি, জনপ্রিয়তায়, মানুষের ঘরের মেয়ে হয়ে ওঠার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক কদম এগিয়ে রেখেছে তাঁর ক্যারিশমা ৷ এ দিনের একুশের মঞ্চ থেকেও তৃণমূল নেত্রী একেবারে ঢুকে পড়লেন আম জনতার ঘরে ঘরে ৷ গরিবের সস্তার খাবার মুড়ির উপর জিএসটি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি - একের পর এক সমব্যাথী হলেন মানুষের দুর্ভোগের ৷ বিঁধলেন কেন্দ্রীয় সরকারকে ৷ সেই আক্রমণেও ছিল অভিনবত্ব ৷ উপস্থিত কর্মী-সমর্থকদের কাছ থেকে মুড়ি চেয়ে নিলেন ৷ মঞ্চে উঠল সেই মুড়ি ৷ গ্যাস সিলিন্ডারের রেপ্লিকা নিয়ে আসা এক কর্মীর কাছ থেকে সেটিও চেয়ে নিলেন মঞ্চে ৷ সেই সিলিন্ডারের রেপ্লিকা কাঁধে চড়াতে ডাক পড়ল তৃণমূলের অভিনেতা-সাংসদ দেবের ৷ গ্ল্যামার আরও ছিল ৷ মঞ্চ আলো করলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শত্রুঘ্ন সিনহার মতো নেতারা ৷ ধর্মতলায় নেমে আসে পাহাড়ও ৷ জিটিএ-র সিইও অনিত থাপা জোর গলায় ঘোষণা করে গেলেন, যতদিন রাজনীতি করবেন মমতার সঙ্গেই থাকবেন ৷

এ বারের একুশে শুধু বিজেপি নয়, একযোগে বামেদেরও একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী ৷ বিতর্কও অবশ্য পিছু ছাড়েনি ৷ তৃণমূলের স্লোগানে উঠে এসেছে রামকৃষ্ণের নাম ৷ তবে সবকিছুকে ছাপিয়ে জাতীয় ক্ষেত্রে দলকে এগিয়ে নিয়ে যেতে মমতার বার্তা ৷ তাঁর নজরে যে 2024, সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি ৷

তৃণমূলের দাবি, এই একুশের জমায়েত সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে ৷ উল্লেখ্য, সিপিএম-এর মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল যে ব্রিগেড, সেটাই এ পর্যন্ত সর্বকালের রেকর্ড ৷ সে বার আনুমানিক 13 লাখ লোক হয়েছিল ৷ তবে পুলিশের হিসেব বলছে, আজকের ধর্মতলায় জড়ো হয়েছিল 4 থেকে 4.5 লাখ ৷

স্তব্ধ সিটি অফ জয় !

আরও পড়ুন : TMC 21 July Rally: আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও ! একুশের মঞ্চে জিএসটি-প্রতিবাদ মমতার

অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালের যেতে গিয়ে দুর্ভোগে পড়েছেন অশোকনগরের সুব্রত মণ্ডল । দীর্ঘক্ষণ শিয়ালদা স্টেশনের বাইরে অসহায় অবস্থায় বসে থাকতে হয় তাঁদের । অপরদিকে, নদিয়ার করিমপুর থেকে দুই মহিলা তাঁদের পরিবারের এক শিশুকে হাসপাতালে নিয়ে যাবে বলে শিয়ালদায় এসেছিলেন এ দিন ৷ কিন্তু শিয়ালদা থেকে হাসপাতালে যাওয়ার বাস না পেয়ে তাঁদের বাড়ি ফিরে যেতে হয় ৷ শহরের রাস্তায় মানুষজনও ছিলেন বেপরোয়া ৷ যত্রতত্র দেখা গিয়েছে হেলমেটহীন বাইকের দৌরাত্ম্য ৷ বলতে শোনা গিয়েছে, "দিদি তো আছে, পুলিশ ধরবে না ৷" মমতাকে দেবী রূপে তুলে ধরে ছবি বিকিয়েছে দেদার ৷ সবমিলিয়ে আরও একটা একুশে জুলাইয়ের সাক্ষী থাকল মহানগরী ৷ যা নিঃসন্দেহে আর পাঁচটা দিনের থেকে আলাদা করেছে শহরকে ৷ অন্য ছন্দে ধরা দিয়েছে কলকাতা ৷ তবে স্তব্ধ হতে হয়েছে সিটি অফ জয়কে ৷

Last Updated :Jul 21, 2022, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.