ETV Bharat / sports

ICC Awards Shubman: কামব্যাকের আগেই সুখবর! মাসের সেরা খেলোয়াড় হলেন শুভমন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 7:22 PM IST

ICC Awards Shubman
আইসিসির মাসের সেরা খেলোয়াড় শুভমন

সেপ্টেম্বর মাসে আইসসি-র মাসের সেরা খেলোয়াড় হিসাবে বেছে নেওয়া হল শুভমন গিলকে ৷ তাঁর দলে কামব্যাকের খবর আসার আগেই এল এই সুখবর ৷ মহম্মদ সিরাজ এবং ডেভিড মালানকে হারিয়ে এই পুরস্কার জিতলেন টিম ইন্ডিয়ার এই তরুণ তুর্কি ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর: শুভমন গিলের মাঠে ফেরা নিয়ে জল্পনা অব্যহত ৷ ডেঙ্গি থেকে সেরে উঠে কবে ভারতের বিশ্বকাপ দলে যোগ দেবেন তিনি ? পাকিস্তান ম্যাচে কি ভারতীয় দলে জায়গা হবে ? এহেন চর্চার মাঝেই শুভমন অনুরাগীদের জন্য একটি বড় খবর নিয়ে হাজির হল আইসিসি ৷ ইন্টারন্যাশানাল ক্রিকেট কাউন্সিল শুক্রবার জানিয়েছে, সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন শুভমন ৷

দলের সতীর্থ মহম্মদ সিরাজ এবং ইংরেজ ওপেনার ডেভিড মালানকে পিছনে ফেলে এই পুরস্কার জিতে নিলেন ভারতীয় ওপেনার ৷ 80 ব্যাটিং গড়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে 480 রান করেছেন এই ডানহাতি ব্যাটার ৷ এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুরন্ত শতরান করেন গিল ৷ শেষ আটটি ইনিংসের দিকে চোখ রাখলে দেখা যায় মাত্র দু'বার 50-এর কম রানে মাঠ ছেড়েছেন ৷ তাঁর ঝুলিতে রয়েছে 3টি অর্ধশতরান ৷

এছাড়া একদিনের ম্যাচের সেরা ব্যাটারদের ব়্যাংকিংয়েও তিনি এখন রয়েছেন দু'নম্বরে ৷ শেষ 35টি ম্যাচে তিনি সংগ্রহ করেছেন 1,917 রান ৷ ব্যাটিং গড় 66.1 ৷ আর স্ট্রাইক-রেট 102.84 ৷ আইসিসি-র এই সম্মান পেয়ে মুগ্ধ শুভমন লেখেন, "সেপ্টেম্বর মাসে আইসসি-র মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি ভীষণ খুশি ৷ আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা সৌভাগ্যের বিষয় ৷ আর তার সঙ্গে দলের কাজে সহযোগিতা করতে পারা তো সত্যিই দারুণ ৷ এই পুরস্কার আমায় আরও এগিয়ে যেতে আর দেশকে গর্বিত করতে অনুপ্রাণিত করবে ৷"

আরও পড়ুন: ভারত পাক ম্যাচ 'বয়কটে'র ডাক নেটপাড়ায়, ক্ষোভের মুখে অরিজিৎরাও

ভারতীয় দলে জায়গা পাকা করে নিলেও এখনও বিশ্বকাপ অভিষেক হয়নি শুভমনের ৷ কারণ বাধ সেধেছে ডেঙ্গি ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার ৷ যদিও এই মুহূর্তে আবার সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভমন ৷ সম্প্রতি নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন ৷ তবে পাকিস্তান ম্যাচ দিয়ে তাঁর বিশ্বকাপ অভিষেক হবে কি না, তা এখনও নিশ্চিত নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.