ETV Bharat / sports

ICC Cricket World Cup 2023: ভারত-পাক ম্যাচ 'বয়কটে'র ডাক নেটপাড়ায়, ক্ষোভের মুখে অরিজিৎরাও

author img

By ANI

Published : Oct 13, 2023, 1:09 PM IST

ICC CWC 2023
ভারত পাক ম্যাচ বয়কটের ডাক

এদেশে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে পাকিস্তানি যোগের কথা বারবার সামনে এসেছে ৷ সেই কারণেই দুই দেশ এখন আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ৷ কিন্তু এবার বিশ্বকাপের আগামী ম্যাচ নিয়েও তৈরি হল সমস্য়া ৷ নেটপাড়ায় উঠল বয়কটের ডাক ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর: বহুদিন ধরেই এ দেশে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে পাকিস্তানি যোগের বিষয়টি উল্লিখিত ৷ আর সেই কারণেই এই মুহূর্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ ৷ রাজনৈতিক চাপানউতোরের জেরে আপতত দুই দেশের ক্রিকেট মাঠে দেখা হয় কেবল আইসিসির ইভেন্ট এবং এশিয়ান ক্রিকেটে কাউন্সিল আয়োজিত ম্যাচগুলিতেই ৷ এরইমধ্যে শনিবার আইসিসি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের ৷ সেই ম্যাচ বয়কটের দাবি তুললেন নেটিজেনদের একাংশ ৷ আর এই বয়কটের দাবি সামনে আসতেই আবারও সামনে এল একটি পুরনো বিতর্ক ৷ কূটনৈতিক সম্পর্ক এবং খেলাধূলাকে কি আলাদা রাখা উচিত না উচিত নয় ৷

এর আগে 13 সেপ্টেম্বর, কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর এবং একজন ডেপুটি পুলিশ সুপার ৷ সেই ঘটনাকে টেনে এনেই আরও বেশি করে বয়য়কটের দাবি উঠেছে নেটপাড়ায় ৷ এমনকী ভারত-পাকিস্তানের খেলা শুরুর আগে মেগা ইভেন্টে যেহেতু অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং গান গাইবেন তাই তাঁদেরও ক্ষোভের মুখে পড়তে হয়েছে ৷

কেউ লিখেছেন, "বিসিসিআই এবং জয় শাহ পাকিস্তান দলকে সম্মানিত করতে গিয়ে যা করছে তা কোনওদিন মেনে নেওয়া যায় না ৷ সীমান্তে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আমাদের সেনারা বীরদর্পে লড়াই চালাচ্ছে ৷ ভারত-পাক ম্যাচ বয়কট করুন ৷" আরও এক নেটিজেন লিখেছেন, "আমাদের সেনাদের তুলনায় ক্রিকেট ম্যাচ কিছুই নয় ৷ শত্রু শত্রুই হয় ৷ পাক দল এমন স্বাগত অনুষ্ঠানের যোগ্য নয় ৷ ভারত-পাক ম্যাচ বয়কট করুন ৷" আরও একজনের দাবি, "আপনাদের জন্য় লজ্জিত ৷ অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং শুধু পয়সার জন্য আপনারা পাকিস্তানিদের জন্য গাইবেন!"

আরও পড়ুন: ভারত পাক ম্যাচে অরিজিৎ শঙ্কর সুখি 'চমক', মঞ্চ মাতবে মেগা সঙ্গীতানুষ্ঠানে

এই ধরনের বয়কট স্লোগান যে খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য ৷ যাইহোক ভারতের জন্য় ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ ৷ পরপর দু'টি ম্যাচ জিতে এই মুহূর্তে ভারত-পাক দুই দলই ভীষণ উজ্জীবিত ৷ ক্রিকেটের ভাষায় বলতে গেলে রাজকীয় জয় পেয়েছে দুই দলই ৷ তাই কালকের ম্যাচে রোহিত শর্মা নাকি বাবর আজম কে বাজি মারেন, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.