হায়দরাবাদ,18 মে: বর্তমান প্রজন্ম আইফোনের ক্রমশ আসক্ত হয়ে পড়ছে ৷ আইফোন ব্যবহারের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ৷ অনেক সময় দেখা যায়, যত্ন সহকারে আইফোন ব্যবহারের পরও ফোনের চার্জ দ্রুত কমে যাচ্ছে ৷ আপনার সাধের আইফোন এই সমস্যা হলে বুঝতে হবে ফোনটির প্রতি বিশেষ যত্ন নেওয়ার সময় এসেছে। এই ফোনের যত্ন কীভাবে নেবেন সেই টিপস দিয়েছে আইফোন প্রস্ততকারী সংস্থা অ্যাপল ৷ এই নিয়ম মেনে চললেই আইফোনের ব্যাটারি লাইফ ভালো থাকবে দীর্ঘদিন।
আইওএস আপডেট:
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে. আইফোনের ব্যাটারি দীর্ঘক্ষণ চার্জে রাখলে আইওএস সময়ে সময়ে আপডেট করতে হবে। এই আপডেটগুলি শুধুমাত্র নতুন বৈশিষ্ট্য নিয়ে আসে তা নয়। ডিভাইসের ব্যাটারি লাইফ এবং কর্মক্ষমতাকেও উন্নত করে। সুতরাং, দ্রুত সফটওয়ার আপডেট ইনস্টল করলে আইফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে।
তাপমাত্রা:
তাপমাত্রা অত্যন্ত জরুরি আইফোনের জন্য ৷ আইফোনগুলি স্বাভাবিক তাপমাত্রায় (16-22 ডিগ্রি সেলসিয়াস) ভালো কাজ করে। চার্জিংয়ের সময় দেখা যায় ফোন গরম হয়ে যাচ্ছে ৷ আইফোন যদি 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম হয়, তাহলে ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। খুব ঠান্ডা আবহাওয়াতেও আইফোন ভালো কাজ করে না ৷ মাত্রাতিরিক্ত ঠান্ডায় আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে যায় । এজন্য আইফোন সবসময় স্বাভাবিক তাপমাত্রায় রাখা উচিত। তাতে ব্যাটারি লাইফ ভালো থাকবে।
মোবাইল কেস ব্যবহার না করা:
ফোন সুরক্ষিত রাখতে অনেকেই মোবাইল কেস ব্য়বহার করেন ৷ আইফোন চার্জে দিয়ে এই কেস ব্যবহার করা ভালো নয়। চার্জ দেওয়ার সময় ফোন স্বাভাবিকভাবেই গরম হয়ে যায়। মোবাইল কেসে থাকা অবস্থায় চার্জে দিলে ফোনটি গরম হয়ে যায়। শুধু তাই নয়, সহজে ঠান্ডাও হয় না ৷ ফলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। সে জন্য আইফোন চার্জ দেওয়ার সময় মোবাইল কেস থেকে খুলে নেওয়া প্রয়োজন ৷
অর্ধেক চার্জ যথেষ্ট:
আইফোনের ফুল চার্জ অদরকারি। খেয়াল রাখতে হবে যাতে মোবাইলে চার্জ সম্পূর্ণভাবে শেষ না হয়ে যায় ৷ তবে ফোনের কার্যক্ষমতা এবং ব্যাটারি লাইফও ক্ষতিগ্রস্ত হবে। অ্যাপলের থেকে জানানো হয়েছে, আইফোনে 50 শতাংশ চার্জ দিয়ে রেখে দিন ৷ এই সমস্ত নিয়ম মেনে চললে আইফোনের ব্যাটারি ক্ষমতা উন্নত হবে এবং ব্যাটারি চার্জিং দীর্ঘস্থায়ী হবে।
লো পাওয়ার মোড:
অ্যাপল কোম্পানি iOS 9 থেকে লো পাওয়ার মোড অপশন চালু করেছে। এই অপশন অন রাখলে করলে আইফোনের ব্যাটারি লাইফ উন্নত হবে। এটি সাময়িকভাবে ডিসপ্লের উজ্জ্বলতা, অ্যানিমেশন এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ চললেও ব্যাটারির খরচ কমিয়ে দেয়। আইফোনের চার্জ কম থাকলে এই লো-পাওয়ার মোডটি অন রাখা বেশি দরকার ৷ সেটিংসে গিয়ে 'লো-পাওয়ার' মোডটি চালু করতে পারেন। তবে এর জেরে ক্লাউড সিঙ্কও বন্ধ হয়ে যায় সাময়ির ভাবে ৷
আরও পড়ুন: