কলকাতা, 18 মে: ইডির আইনজীবী জানান, সংশোধনাগরের হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর ভালো চিকিৎসা হচ্ছে। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। চিকিৎসকদের সঙ্গেও ইডির কথা হয়েছে বলে জানান আইনজীবী ৷ ওই চিকিৎসকদের মতে, জ্য়োতিপ্রিয় মল্লিকের বাইরের কোনও চিকিৎসা প্রয়োজন নেই ৷ দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালতের তরফে আগামী সপ্তাহে এই মামলার শুনানির হবে বলে জানানো হয়েছে ৷
প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থাকে সামনে রেখে জামিন চাওয়ার বিষয়টি এই প্রথম নয়। এর আগেও জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকে আদালতে বারংবার দাবি জানানো হয়, যাতে তাঁকে জামিন দেয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা বলা হয়েছে ৷ শরীরে একাধিক অঙ্গ দুর্বল হয়ে গিয়েছে বলেও আদালতে জানানো হয়েছে ৷ ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কথাও বলেছেন তাঁর আইনজীবীরা ৷ তবে এতকিছুর পরেও জামিন পাননি জ্যোতিপ্রিয় মল্লিক ৷
রাজের রেশন দুর্নীতি কাণ্ডে তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর তদন্তকারীরা প্রথমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে। তদন্তে বাকিবুরের সঙ্গে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টি সামনে আসে ৷ একাধিক তথ্য সামনে আসার পরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই সংশোধনাগারে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁকেই জিজ্ঞাসাবাদ করে সন্দেশখালি 'বেতাজ বাদশা' বলে পরিচিত শেখ শাহজাহানের সন্ধান পান তদন্তকারীরা। সেই মতো গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের উত্তর 24 পরগনার সন্দেশখালির বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা ৷ আর সেই থেকে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে সংবাদ শিরোনামে আছে সন্দেশখালি।
আরও পড়ুন