ETV Bharat / state

রেশন দুর্নীতি মামলায় অবশেষে হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা রাজ্যের - Ration Distribution Scam

Ration Distribution Scam: সোমবার কলকাতা হাইকোর্টে রেশন দুর্নীতি মামলা নিয়ে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার ৷ এই নিয়ে আদালতে নিজেদের বক্তব্য জানাতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 17 জুন ইডিকে ওই রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 8:21 PM IST

CALCUTTA HIGH COURT
কলকাতা হাইকোর্ট (নিজস্ব চিত্র)

কলকাতা, 13 মে: রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে তাদের তদন্ত রিপোর্ট জমা দিল রাজ্য । এর পালটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বক্তব্য জানাতে চায়। একই সঙ্গে রেশন দুর্নীতির সমস্ত মামলার তদন্তভার ইডিকেই দেওয়া হোক, সেই আরজি জানিয়েছে ইডি ।

রাজ্যে রেশন দুর্নীতিতে এখনও পর্যন্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে । রিপোর্ট দিয়ে হাইকোর্টে এ দিন জানিয়েছে রাজ্য । তার মধ্যে 65টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে । দু’টি মামলায় ত্রুটি আছে । বাকি 20টি মামলার তদন্ত চলছে বলে ওই রিপোর্টে জানিয়েছে রাজ্য ।

রাজ্যের এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত 17 জুন ইডিকে ওই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন । এছাড়া হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের হাতে থাকা অন্তত 6টি মামলার তদন্ত স্থগিত থাকবে 24 জুন পর্যন্ত । গাইঘাটা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব রেশন দুর্নীতির মামলা ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই সংস্থার তরফে ।

এর আগে রাজ্যের হাতে থাকা মামলাগুলোর কী পরিস্থিতি বারবার জানতে চাইলেও, রাজ্য আদালতের কাছে সময় চেয়েছে । অবশেষে আজ রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য রাজ্য পুলিশ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 6টি এফআইআর দায়ের করেছিল । কিন্তু সেই এফআইআরের ভিত্তিতে রাজ্য পুলিশ তেমন ভাবে তদন্ত কিছুই করেনি বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি । সেই মামলার শুনানিতেই বিচারপতি তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দেন ।

ইডির বক্তব্য ছিল, রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রী এই ঘটনায় যুক্ত । ইডির হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে । গত বছর 11 ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা, সেটা জানতে চাওয়া হয় । কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি । ইডি চায় নতুন করে সমস্ত মামলার তদন্তভার ইডিকে দেওয়া হোক ।

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
  2. শারীরিক অবস্থার অবনতি, আদালতে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর
  3. শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির

কলকাতা, 13 মে: রেশন দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে তাদের তদন্ত রিপোর্ট জমা দিল রাজ্য । এর পালটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বক্তব্য জানাতে চায়। একই সঙ্গে রেশন দুর্নীতির সমস্ত মামলার তদন্তভার ইডিকেই দেওয়া হোক, সেই আরজি জানিয়েছে ইডি ।

রাজ্যে রেশন দুর্নীতিতে এখনও পর্যন্ত 87টি অভিযোগ দায়ের হয়েছে । রিপোর্ট দিয়ে হাইকোর্টে এ দিন জানিয়েছে রাজ্য । তার মধ্যে 65টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে । দু’টি মামলায় ত্রুটি আছে । বাকি 20টি মামলার তদন্ত চলছে বলে ওই রিপোর্টে জানিয়েছে রাজ্য ।

রাজ্যের এই রিপোর্ট নিয়ে নিজেদের বক্তব্য জানাতে চায় ইডি । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত 17 জুন ইডিকে ওই রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন । এছাড়া হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের হাতে থাকা অন্তত 6টি মামলার তদন্ত স্থগিত থাকবে 24 জুন পর্যন্ত । গাইঘাটা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সব রেশন দুর্নীতির মামলা ইডিকে তদন্তের দায়িত্ব দেওয়ার আবেদন জানানো হয়েছে ওই সংস্থার তরফে ।

এর আগে রাজ্যের হাতে থাকা মামলাগুলোর কী পরিস্থিতি বারবার জানতে চাইলেও, রাজ্য আদালতের কাছে সময় চেয়েছে । অবশেষে আজ রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য রাজ্য পুলিশ 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 6টি এফআইআর দায়ের করেছিল । কিন্তু সেই এফআইআরের ভিত্তিতে রাজ্য পুলিশ তেমন ভাবে তদন্ত কিছুই করেনি বলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি । সেই মামলার শুনানিতেই বিচারপতি তদন্তে স্থগিতাদেশের নির্দেশ দেন ।

ইডির বক্তব্য ছিল, রাজ্যের শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রী এই ঘটনায় যুক্ত । ইডির হাতে প্রাক্তন খাদ্যমন্ত্রী-সহ একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে । গত বছর 11 ডিসেম্বর চিঠি লিখে পুলিশের কাছে কোন মামলার কী অবস্থা, সেটা জানতে চাওয়া হয় । কিন্তু কোনও সদুত্তর পাওয়া যায়নি । ইডি চায় নতুন করে সমস্ত মামলার তদন্তভার ইডিকে দেওয়া হোক ।

আরও পড়ুন:

  1. রেশন দুর্নীতি মামলায় রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ বহাল রাখল হাইকোর্ট
  2. শারীরিক অবস্থার অবনতি, আদালতে জামিনের আবেদন জ্যোতিপ্রিয়র আইনজীবীর
  3. শংকরকে দিয়ে জবরদস্তি একাধিক নথিতে সইয়ের অভিযোগ, 20 ফেব্রুয়ারি জবাব ইডির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.