ETV Bharat / entertainment

রিজপুরের ভবিষ্যৎ কার হাতে? উত্তর দেবে দিতিপ্রিয়ার 'আবার রাজনীতি' - Abar Rajneeti Trailer

Abar Rajneeti Second Season: লোকসভা নির্বাচনের উত্তাপ যখন রাজ্যজুড়ে তখন ওটিটি-র পর্দায় 'আবার রাজনীতি' নিয়ে আসছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 9:59 PM IST

Abar Rajneeti Second Season
আসছে 'আবার রাজনীতি' (ইটিভি ভারত)

কলকাতা, 18 মে: লোকসভা নির্বাচনের আবহেই 24 মে হইচইতে আসছে 'আবার রাজনীতি'। কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত সিরিজের প্রথম ভাগ মন কেড়েছে দর্শকদের ৷ এবার কোন পথে এগোবে রাজনীতি, জানা যাবে পরবর্তী সিজনেই ৷

পরিচালক সৌরভ চক্রবর্তী বলেন, "রাজনীতি নিয়ে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়/আর উলুখাগড়ার প্রাণ যায় ৷ কিন্তু অনেক সময় রাজায় রাজায় যুদ্ধে রাজারও প্রাণ যায়। রাজাকে রাজা করার পিছনে যে রাজনীতি, যে ষড়যন্ত্র তার ইতিহাসও কম রক্তাক্ত নয়। আসলে রাজা হওয়ার দাবিদার অনেক হলেও সিংহাসন তো সেই একটাই। তাই ভারতবর্ষের চেনা রাজনৈতিক চিত্রের মতো আমাদের গল্পের রাজ্যেও প্রতি মুহূর্তে পালটে যায় রাজনৈতিক আর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। কে বন্ধু, কে শত্রু ? আর কার হাতেই বা থাকবে রিজপুরের সিংহাসনের দখল তারই গল্প বলবে আমাদের 'আবার রাজনীতি'।"

আগের সিজনে দেখা গিয়েছিল রাশি (দিতিপ্রিয়া রায়) কীভাবে গাড়ি অ্যাক্সিডেন্টের পর কোমা থেকে ফিরে এসে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন যাবতীয় চক্রান্ত। ঘটনাক্রমে অনেক নতুন তথ্যও তিনি আবিষ্কার করে নেন। কিন্তু ওই যে রাজনীতিতে তো ধ্রুব সত্যি বলে কিছু নেই। আজ যা সত্যি কাল তা মিথ্যে প্রমাণ হয়। তাই যে ঘটনাগুলোকে রাশি এতদিন নিয়তি বলে মেনে নিয়েছিল সেই নিয়তিই লুকিয়ে থাকা বাস্তব হিসেবে দাঁড়ায় রাশির সামনে।

আগের সিজনে রথীন বন্দ্যোপাধ্যায় (কৌশিক গঙ্গোপাধ্যায়) মারা গেলেও 'আবার রাজনীতি'-তে রিজপুরের মাটিতে ফিরে আসবেন অভিনেতা ৷ উপনির্বাচনের আগের মুহূর্তে তাঁর ফিরে আসা কতটা অস্বস্তিতে ফেলবে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে (কনীনিকা বন্দ্যোপাধ্যায়)? কী হবে মল্লিকা ও রিজপুরের ভবিষ্যৎ? উত্তর দেবে 'আবার রাজনীতি'। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্যামল চক্রবর্তী, মধুরিমা বসাক প্রমুখ। সঙ্গীত পরিচালনায় অমিত বসু এবং যশ গুপ্ত।

আরও পড়ুন

  1. কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 50তম ছবি 'অযোগ্য' ?
  2. জুলাইতে শহরে নয়া গোয়েন্দা, রহস্য উন্মোচনে আসছেন জীতু কমল
  3. ফিল্ম রিভিউ: প্রতি পরতে শিক্ষা দেয় 'দাবাড়ু'

কলকাতা, 18 মে: লোকসভা নির্বাচনের আবহেই 24 মে হইচইতে আসছে 'আবার রাজনীতি'। কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় অভিনীত সিরিজের প্রথম ভাগ মন কেড়েছে দর্শকদের ৷ এবার কোন পথে এগোবে রাজনীতি, জানা যাবে পরবর্তী সিজনেই ৷

পরিচালক সৌরভ চক্রবর্তী বলেন, "রাজনীতি নিয়ে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়/আর উলুখাগড়ার প্রাণ যায় ৷ কিন্তু অনেক সময় রাজায় রাজায় যুদ্ধে রাজারও প্রাণ যায়। রাজাকে রাজা করার পিছনে যে রাজনীতি, যে ষড়যন্ত্র তার ইতিহাসও কম রক্তাক্ত নয়। আসলে রাজা হওয়ার দাবিদার অনেক হলেও সিংহাসন তো সেই একটাই। তাই ভারতবর্ষের চেনা রাজনৈতিক চিত্রের মতো আমাদের গল্পের রাজ্যেও প্রতি মুহূর্তে পালটে যায় রাজনৈতিক আর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ। কে বন্ধু, কে শত্রু ? আর কার হাতেই বা থাকবে রিজপুরের সিংহাসনের দখল তারই গল্প বলবে আমাদের 'আবার রাজনীতি'।"

আগের সিজনে দেখা গিয়েছিল রাশি (দিতিপ্রিয়া রায়) কীভাবে গাড়ি অ্যাক্সিডেন্টের পর কোমা থেকে ফিরে এসে নতুন করে আবিষ্কার করতে শুরু করেন যাবতীয় চক্রান্ত। ঘটনাক্রমে অনেক নতুন তথ্যও তিনি আবিষ্কার করে নেন। কিন্তু ওই যে রাজনীতিতে তো ধ্রুব সত্যি বলে কিছু নেই। আজ যা সত্যি কাল তা মিথ্যে প্রমাণ হয়। তাই যে ঘটনাগুলোকে রাশি এতদিন নিয়তি বলে মেনে নিয়েছিল সেই নিয়তিই লুকিয়ে থাকা বাস্তব হিসেবে দাঁড়ায় রাশির সামনে।

আগের সিজনে রথীন বন্দ্যোপাধ্যায় (কৌশিক গঙ্গোপাধ্যায়) মারা গেলেও 'আবার রাজনীতি'-তে রিজপুরের মাটিতে ফিরে আসবেন অভিনেতা ৷ উপনির্বাচনের আগের মুহূর্তে তাঁর ফিরে আসা কতটা অস্বস্তিতে ফেলবে ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা মল্লিকা বন্দ্যোপাধ্যায়কে (কনীনিকা বন্দ্যোপাধ্যায়)? কী হবে মল্লিকা ও রিজপুরের ভবিষ্যৎ? উত্তর দেবে 'আবার রাজনীতি'। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্যামল চক্রবর্তী, মধুরিমা বসাক প্রমুখ। সঙ্গীত পরিচালনায় অমিত বসু এবং যশ গুপ্ত।

আরও পড়ুন

  1. কবে আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির 50তম ছবি 'অযোগ্য' ?
  2. জুলাইতে শহরে নয়া গোয়েন্দা, রহস্য উন্মোচনে আসছেন জীতু কমল
  3. ফিল্ম রিভিউ: প্রতি পরতে শিক্ষা দেয় 'দাবাড়ু'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.