ETV Bharat / sitara

Alta Phoring Kheyali Mondal: বাস্তবেও জিমন্যাস্ট আলতা ফড়িং নস্কর

author img

By

Published : Jan 14, 2022, 12:54 PM IST

বাস্তবেও জিমন্যাস্ট বাংলা ধারাবাহিক আলতা ফড়িং-এর (Bengali serial Alta Phoring) মুখ্য চরিত্রে থাকা খেয়ালি মণ্ডল (actress Kheyali Mondal)।

Kheyali Mondal of Bengali serial Alta Phoring is gymnast in real life
বাস্তবেও জিমন্যাস্ট আলতা ফড়িং নস্কর

কলকাতা, 14 জানুয়ারি: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'আলতা ফড়িং'(Bengali serial Alta Phoring)। এক জিমন্যাস্টকে গল্পের কেন্দ্রে রেখে উঠে আসছে সমাজের বাস্তব চিত্র । মুখ্য ভূমিকায় খেয়ালি মণ্ডল (actress Kheyali Mondal)।

করোনা আবহেই আছড়ে পড়ে আমফান । ব্যাপক বিপর্যয়ের মুখে পড়ে কত মানুষ । কেউ হারায় ঘরবাড়ি, কেউ বা প্রিয়জন ৷ কারওর আবার জলের তোড়ে ভেসে যায় বইপত্র । এই চিত্র আমাদের অচেনা নয় । এই বিপর্যয়ের দিকটিই 'আলতা ফড়িং'-এর গল্পে উঠে আসছে সুচারুভাবে । গল্পের কেন্দ্রে আছে এক জিমন্যাস্ট । নাম আলতা ফড়িং নস্কর । তার মা রাধারানি নস্করও এককালে রেসলিং-এ রাজ্যস্তরে চ্যাম্পিয়ন হয় । নেপোটিজম-সহ আরও বেশ কিছু অপ্রীতিকর কারণে তাকে সরে যেতে হয় খেলা থেকে । সেই গল্প ধীরে ধীরে জানতে পারছে দর্শক । এই চরিত্রে শাঁওলি চট্টোপাধ্যায় । আর আলতা ফড়িং নস্করের চরিত্রে আছেন খেয়ালি মণ্ডল ।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে খেয়ালিকে ইটিভি ভারতের তরফ থেকে জিজ্ঞেস করা হয়, জিমন্যাস্টিকস (Kheyali Mondal gymnast in real life) কি অনুশীলন করা হয় ? খেয়ালি বলেন, "আমি বাস্তবেও জিমন্যাস্টিকস করি । ক্লাস ফাইভ থেকে আমি এর সঙ্গে জড়িত । বাড়ির কাছেই এক কোচিং-এ ট্রেনিং নিতাম আমি । মূলত নাচের কারণেই আমার জিমন্যাস্টিকস শেখা । এই মুহূর্তে আমি ক্লাবে নিয়মিত যেতে পারছি না ঠিকই, তবে অনুশীলন ছাড়িনি । আর এখন তো চরিত্রের জন্য আরও প্র‍্যাকটিস করতে হয় ।"

আরও পড়ুন: bengali serial Alta Foring : ধারাবাহিকের কেন্দ্রে এবার জিমন্যাস্টিকস, আসছে আলতা ফড়িং

তাহলে কোনটা হতে চেয়েছিলেন খেয়ালি ? জিমন্যাস্ট নাকি নৃত্যশিল্পী নাকি অভিনেত্রী ? খেয়ালি বলেন, "নৃত্যশিল্পী হতে চেয়েছিলাম । রিয়ালিটি শো-তে অংশও নিয়েছি একবার । অভিনেত্রী হিসেবে আমি নতুনই । 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকে কাজ করেছি পার্শ্বচরিত্রে । লিড রোল করার ইচ্ছা ছিল । আর জিমন্যাস্টিকস করতে ভালবাসি । এই জিমন্যাস্টিকস আমাকে লিড রোলে নিয়ে আসবে ভাবিনি । অনেক ভিডিয়ো আমার সোশ্যালে । সেখানে নাচের সঙ্গে মিশে আছে জিমন্যাস্টিকস । সেটা দেখেই সুশান্তদার (প্রযোজক) টিম আমায় ডাকে আর বন্দি করে এই চরিত্রের জন্য ।"

প্রসঙ্গত, সুশান্ত দাসও এদিন ইটিভি ভারতকে বলেন, "খেয়ালির ফিটনেস, জিমন্যাস্ট দেখে আমি মুগ্ধ হই । একইসঙ্গে ওর কণ্ঠস্বরও খুব ভাল । এই চরিত্রের জন্য আরও পাঁচজন ছিল তালিকায় । খেয়ালিকে পেয়ে আমি বাকিদের না বলে দিই । আসলে আমি একেবারে আনকোরা কারওকে দিয়ে এই চরিত্র করাতে চাইছিলাম না । অভিনয়টা করেছে এমন কারওকে চাইছিলাম । খেয়ালি আগেও কাজ করেছে । ফলে লাইট ক্যামেরা অ্যাকশন শেখানোর দরকার পড়েনি । খুব প্রমিসিং খেয়ালি । দুর্দান্ত ফিটনেস । শাঁওলির ব্যাপারেও একই কথা খাটে । আমি এই দুই চরিত্রাভিনেত্রীকে নিয়ে খুব খুশি এবং আশাবাদী ।"

আরও পড়ুন: Bengali serial Sarbojaya: বদলে যাচ্ছে সর্বজয়ার ইমেজ, কী বলছে চৌধুরী পরিবার ?

খেয়ালির কাছে জানতে চাওয়া হয়, প্রথমবার লিড রোল । তাও আবার কোনও তথাকথিত রোল নয়, একজন জিমন্যাস্টস-এর রোল । জলের মধ্যে শট দিতে হয়েছিল তোমাদের । ভয় লাগেনি প্রথমদিকে ? খেয়ালির উত্তর, "খুব নার্ভাস ছিলাম । অত লাইট, গোটা ইউনিট আমার দিকে তাকিয়ে আছে । কনকনে ঠান্ডায় জলের মধ্যে শট দিয়েছি । প্রাথমিক ভাবে কষ্টের মনে হলেও ইউনিট যে ভাবে সাহায্য করেছে তাতে কষ্ট হয়নি কাজ করতে ।"

উল্লেখ্য, খেয়ালি নাচের রিয়ালিটি শো 'বিন্দাস ডান্স- সিজন ওয়ান'-এর প্রতিযোগী ছিলেন । 'কলা উৎসব 2020'-তে ন্যাশনাল অ্যাওয়ার্ড পান এই কন্যে । 'মৌ-এর বাড়ি' ধারাবাহিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এই খেয়ালি মণ্ডল । এবার 'আলতা ফড়িং' দর্শকের কতটা মন জয় করতে পারেন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.